অরিন্দম সেন, আলিপুরদুয়ার: গ্রেফতারি এড়াতে আলিপুরদুয়ার আদালত থেকে জামিন নিলেন একাধিক বিজেপি নেতা। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূলের নির্দেশে পুলিশ মিথ্যে মামলায় জড়াচ্ছে। এনিয়ে শাসক দলের পাল্টা জবাব, পুলিশ নিরপেক্ষভাবেই কাজ করছে।


একুশের কুরুক্ষেত্রে তৃণমূল আর বিজেপির মধ্যে একাধিক ইস্যুতে ক্রমাগত চলছে তাল ঠোকাঠুকি। দু’দলের হানাহানির মধ্যেই এবার নতুন বিতর্ক। আলিপুরদুয়ারের বিজেপি নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়েই শুরু হয়েছে তরজা। 


বিজেপি সূত্রে খবর,গত লোকসভা ভোটের পর থেকে বিভিন্ন আন্দোলনে তাঁদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একের পর এক মামলা হয়েছে। সেইসব মামলাতেই জামিন নিতে আলিপুরদুয়ার আদালতে হাজির হন গেরুয়া শিবিরের নেতারা।


আদালত থেকে জামিন নিয়েই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপে নেতারা। মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিজ্ঞা বলেন, ‘‘আটকানোর চেষ্টা হচ্ছে বিজেপিকে। কিন্তু, পশ্চিমবঙ্গের মানুষ মানসিকভাবে তৈরি। আটকানো যাবে না।’’


আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, আমাদের নেতৃত্বদের আটকাতে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। অত্যাচার করা হচ্ছে,  হেনস্থা করা হচ্ছে। পুলিশ এখন শাসকদলের থেকেও বেশি সক্রিয়। তৃণমূল ক্যাডারের ভূমিকা পালন করছে পুলিশ।


তবে বিজেপির কোনও অভিযোগই মানতে চায়নি শাসক শিবির ৷ আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী জানান, ‘‘দুষ্কৃতীরা নিজেদের দোষ কোনও দিনই স্বীকার করে না। এত সময় নেই ওদের বিরুদ্ধে মিথ্যা মামলা করবার। আমরা মানুষের পাশে আছি। পুলিশ নিরপেক্ষভাবেই তার কাজ করছে ৷’’


সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে, ততই যুযুধান দুই শিবিরের মধ্যে বাগযুদ্ধ বাড়ছে।