করুণাময় সিংহ, ইংরেজবাজার: স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় আক্রান্ত এক ব্যক্তি। মারধর করা হয়েছে ওই গৃহবধূ এবং তাঁর নাবালক ছেলেকেও। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মালদার ইংরেজবাজারের কৃষ্ণপুর অঞ্চলে। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ।


ওই মহিলার অভিযোগ, তিনি রাস্তায় বেরোলেই কটূক্তি করা হত। এছাড়া প্রায়ই উত্যক্ত করা হত, এমনকী কুপ্রস্তাবও দেওয়া হত। এর প্রতিবাদ করাতেই তাঁর স্বামীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওই মহিলার। তাঁর দাবি, মারধর করা হয়েছে তাঁকে এবং তাঁর নাবালক ছেলেকেও।


মালদার ইংরেজবাজারের কৃষ্ণপুর অঞ্চলের বাসিন্দা এই মহিলার অভিযোগ, প্রতিবেশী যুবক হুসেন আলির বিরুদ্ধে। প্রায় এক বছর ধরে এই ঘটনা চলে আসছে। বাড়ি থেকে বেরোলেই কটূক্তি, কুপ্রস্তাবের মুখে পড়তে হত তাঁকে। এই ঘটনার কথা স্বামীকে জানান তিনি। এরপরই প্রতিবাদ করেন স্বামী। এরপর গতকাল রাতে ওই গৃহবধূর বাড়িতে হামলা চালায় এই প্রতিবেশী যুবক। মারধরের জেরে আহত হয়ে মালদা মেডিক্যালে ভর্তি ওই গৃহবধূর স্বামী ও নাবালক ছেলে।


এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন এই গৃহবধূ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 


অন্যদিকে, ইংরেজবাজারেই আরও একটি অশান্তির ঘটনা ঘটেছে। জমি সংক্রান্ত মামলায় পাঁচদিন আগে জামিন পেয়েছিলেন ইংরেজবাজারের শোভানগরের তৃণমূল কর্মী নেপাল চৌধুরী। বাড়ি ফিরতেই হামলার মুখে পড়লেন তিনি।


প্রত্যক্ষদর্শীদের দাবি,


রবিবার সন্ধেয় নিজের মিষ্টির দোকানের সামনে বসেছিলেন ওই তৃণমূল কর্মী। মোটরবাইকে করে আসা দুই দুষ্কৃতী গুলি করে উধাও হয়ে যায়। পিঠ থেকে গুলি না বের করতে পারায়, মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কলকাতায় রেফার করা হয় ওই তৃণমূল কর্মীকে।


এইশ্যুটআউটের ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। যদিও এই অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি, জমি বিবাদে গোষ্ঠীকোন্দলের জেরেই তৃণমূল নেতার ওপর হামলা চালানো হয়েছে।


পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় ইতিমধ্যেই অস্ত্র মামলা রয়েছে। জমি বিবাদের জেরেই এই ঘটনা প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।