নবান্ন: নোট বাতিলের ৫০দিন পর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। বছর শেষের আগের দিন নবান্নের দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ছে ১০ শতাংশ। নতুন বছরের জানুয়ারি থেকে সিদ্ধান্ত কার্যকর হবে।
সপ্তম বেতন কমিশনের সুপারিশ লাগুর পর যে হারে কেন্দ্র সরকারের কর্মচারীদের বেতন বেড়েছে, সেই বর্ধিত বেতনের দিক থেকে বিচার করলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক ৫৬ শতাংশ।
এবার রাজ্য সরকারের ১০ শতাংশ মহার্ঘ ভাতার বৃদ্ধির ফলে, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএ-র ফারাক ৫৬ শতাংশ থেকে কমে হল ৪৬ শতাংশ।
ডিএ ঘোষণার সিদ্ধান্তে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ সন্তুষ্ট হলেও, আরেকাংশের বক্তব্য, কেন্দ্রের সঙ্গে ৪৬ শতাংশের ফারাকে আর কীই বা এসে যায়।
কেন্দ্র ফের ডিএ বাড়ালে ফারাক তো যা ছিল, তাই দাঁড়াবে!
নয়া বছরের আগে সুখবর, রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল ১০ শতাংশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Dec 2016 07:30 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -