কলকাতা: প্রচার শেষ হতেই লাগু ১৪৪ ধারা। বিরোধীদের দাবি, পঞ্চম দফার ভোটে উত্তর ২৪ পরগনা এবং হাওড়া জুড়ে কঠোরভাবে এই ১৪৪ ধারা প্রয়োগে রোখা গিয়েছে দুষ্কৃতী-দৌরাত্ম্য। অনেক জায়গাতেই মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে।
এই ছবিকে সামনে রেখেই ষষ্ঠ দফা ভোটের আগেও, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং দক্ষিণ কলকাতায় কড়া হাতে ১৪৪ ধারা কার্যকর করার জন্য, বৃহস্পতিবার কমিশনে দাবি জানায় বামেরা।
এ নিয়ে বিরোধীদের কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির সন্ত্রাস চলছে বলছে পাল্টা আক্রমণও করেছেন তিনি।
এর আগেও একই সুরে ১৪৪ ধারা নিয়ে সরব হন তৃণমূলনেত্রী। তিনি অভিযোগ করেন, ১৪৪ ধারা জারি করে আতঙ্ক ছড়ানো হচ্ছে।
এ দিন কমিশন ফের জানিয়েছে, আগামী দুই দফায় যে সব কেন্দ্রে ভোট, সেখানে ভোটের দিন কঠোর ভাবে ১৪৪ ধারা প্রয়োগ করা হবে।
বিরোধীদের প্রশ্ন, ১৪৪ ধারা কঠোর ভাবে কার্যকর করলে, সাধারণ মানুষ যদি নিজেদের ভোট নিজেরা দিতে পারে, তাতে মমতার আপত্তি কোথায়? কোন সিঁদুরে মেঘ দেখে ১৪৪-এর বিরোধিতা করছেন তৃণমূলনেত্রী?