কলকাতা: বিধানসভা ভোটের ফল ঘোষণার আগেই প্রকাশিত হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল। ১০ মে বেরোচ্ছে মাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ ১৬ মে। এই প্রথম উচ্চ মাধ্যমিকের মার্কশিটে থাকছে সেরা ৫টি বিষয়ের প্রাপ্ত নম্বরের যোগফল। কিন্তু এইচএস-এর ফল প্রকাশের পরের দিনই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। প্রস্তুতি নিয়ে আশঙ্কায় পরীক্ষার্থীরা।


 

রাজ্যে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট ৫ মে। গণনা ১৯ মে। তারই মধ্যে সুপ্রিম কোর্টের দেওয়া ৯০ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশের নির্দেশের কথা মাথায় রেখে আগামী ১০ মে প্রকাশিত হচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষার ফল।  ফল প্রকাশের দিনই মিলবে মার্কশিট, সার্টিফিকেট।

 

মাধ্যমিকের ফল ঘোষণার দিনের কথা জানতে পেরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও জানিয়ে দেয়, তাদের ফল বেরোবে ১৬ মে।

 

 

এবার থেকে প্রথম উচ্চমাধ্যমিকের মার্কশিটে থাকছে সেরা ৫টি বিষয়ে প্রাপ্ত নম্বরের যোগফল। অর্থাত্‍, ৬টি বিষয়ের মধ্যে সবচেয়ে কম নম্বর পাওয়া বিষয়টি বাদ রেখেই হিসেব করা হবে মোট প্রাপ্ত নম্বরের। তবে প্রথম ও দ্বিতীয় ভাষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল অন্যান্য বছরের তুলনায় ২২ দিন আগে, গত ১ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শেষ হয় ১০ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাড়ে এগারো লক্ষ। অন্যদিকে, অন্যান্য বারের তুলনায় এক মাস আগে গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষায় বসেন ৮ লক্ষ পড়ুয়া।

 

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মথায় ১০ মের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করতেই হত।

কিন্তু উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পরেই দিনই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।

ফলে এক পরীক্ষার মার্কশিট, সার্টিফিকেট সংগ্রহের জন্য ক্ষতি হবে অন্য পরীক্ষার প্রস্তুতির আশঙ্কায় পরীক্ষার্থীরা।