কলকাতা: বাড়ির কালীপুজোয় ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুজোর একাধিক কাজও করতে দেখা যায় তাঁকে। সব কাজেই তদারকি করেন মমতা। বাড়ির কালীপুজোয় (Kali Puja) একেবারেই বাড়ির মেয়ে তিনি। মায়ের ভোগ রান্না থেকে আরতি, আয়োজন, দীপ প্রজ্জলন সবই করলেন নিজের হাতে। 


জানা যায়, এদিন উপোস থেকেই পুজোর কাজ করেন মুখ্যমন্ত্রী। নিজের হাতে ভোগও রাঁধেন তিনি। নিজে হাতে প্রদীপ দিয়ে পুজোর চারদিক সাজিয়েছেন তিনি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় পৌঁছেছেন ইন্দ্রনীল সেন। মুখ্যমন্ত্রীর প্রদীপ জ্বালিয়ে আরতির সময় তাঁকে 'আগুনের পরশমনি' গানটি গাইতেও শোনা যায়। মুখ্যমন্ত্রীর এই পুজোয় নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকরা আমন্ত্রিত থাকেন। প্রবীণদের পুজো দেখার জন্য আলাদা করে বসার ব্যবস্থা করা হয়েছে। সেদিকেও তদারকি করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। অন্যদিকে, এদিন কালীঘাটে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা।



কার্তিক অমাবস্যায় দেবী শক্তির আরাধনা চলছে রাজ্যজুড়ে। এদিনের কালীপুজো দীপান্বিতা কালীপুজো নামেও পরিচিত। আলোর উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। দক্ষিণেশ্বর, তারাপীঠ, লেক কালীবাড়ি-সহ বিভিন্ন কালীতীর্থে চলছে কালীপুজো। নিষ্ঠাভরে পুজোপাঠ চলছে মন্দিরে মন্দিরে। করোনাকালে কোভিড বিধি মেনেই হচ্ছে পুজো। কালীপুজোয় কুমারী পুজো হয় তারাপীঠে। এদিকে, প্রদীপের আলোয় সাজানো হয়েছে কামাখ্যা মন্দির চত্বর। 


অন্যদিকে, আদ্যাপীঠে কালীপুজোর দিন পূজিতা হন ছোট মা। আদ্যা মা এখানে বড় মা। তিনি পূজিত হন রামনবমীর দিন। আজ কালী পুজো উপলক্ষে রীতি মেনে আদ্যাপীঠে দেবীর আরাধনার আয়োজন করা হয়েছে।  তবে কোভিড বিধি মেনেই ভক্তদের প্রতিমা দর্শনের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে করুণাময়ী কালীর আরাধনা চলছে। এদিন সকালে মায়ের মঙ্গলারতির পর পুজো শুরু হয়। চৈত্র সংক্রান্তি ও কালীপুজো, বছরে এই ২ দিন লেক কালীবাড়িতে ঘট বিসর্জন হয়। সন্ধেয় নতুন ঘট প্রতিষ্ঠা করে মায়ের পুজো হবে। এটাই লেক কালীবাড়ির বৈশিষ্ট্য।