দুর্গাপুর, পুরুলিয়া ও কলকাতা: গেরুয়া শিবিরের ত্রিপুরা জয়ের পর তৃণমূল-বিজেপি বাগযুদ্ধ ক্রমেই চড়ছে। এই প্রেক্ষাপটে সোমবার ফের একবার বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরে প্রশাসনিক সভা থেকে বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি। মন্দিরে মন্দিরে মাংস রেখে দিয়ে চলে যাচ্ছে। এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। দাঙ্গা ঠেকাতে নতুন ঘোষণাও করেছেন তিনি। জানিয়ে দেন, যারা চেষ্টা করছে তাদের হাতেনাতে ধরতে পারলে পুরষ্কৃত করা হবে, চাকরি দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা, দাঙ্গাবাজদের ধরুন পুরষ্কৃত করব, চাকরি দেব।
মুখ্যমন্ত্রীর অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সব অভিযোগ খারিজ করে জানিয়ে দেন, বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে না। তিনি বলেন, আমরা এসব করি না। দিলীপের অভিযোগ, সারা ভারতে কোনও সাম্প্রদায়িক হিংসা নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই দাঙ্গা হচ্ছে। বাদুড়িয়ার ঘটনার সিবিআই তদন্ত দাবি করেন তিনি।
উল্টে এদিন সাম্প্রদায়িকতা থেকে শুরু করে সন্ত্রাসবাদ ও চোরাকারবারীদের মদত ও আশ্রয় দেওয়ার অভিযোগ তোলেন তিনি। বলেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প শুধু বাংলায়। সরিষাকাণ্ডে এসএসবি-কে সাহায্য করেনি পুলিশ। তাঁর দাবি, সন্ত্রাসবাদীদের মদত দেওয়া হচ্ছে। চোরাকারবারীদের আশ্রয় দেয় তৃণমূল। ১০০ বার অধিকার আছে কেন্দ্রের নাক গলানোর।
কিন্তু, তারপরও থামেননি মুখ্যমন্ত্রী। ফের একবার সরব হন পুরুলিয়ার সভা থেকে। মমতা বলেন, বাংলায় দাঙ্গা করতে দেব না। হামলা হলে সামলে নেব। সবমিলিয়ে মমতার আক্রমণ, পাল্টা জবাব বিজেপির। রাজ্য রাজনীতিতে তুঙ্গে তরজা।
'দাঙ্গাবাজ'দের ধরলেই পুরস্কার-চাকরি, ঘোষণা মমতার, সাম্প্রদায়িকতার বিষবাষ্প শুধু বাংলায়, পাল্টা দিলীপ
Web Desk, ABP Ananda
Updated at:
05 Mar 2018 06:12 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -