ইরাকে ৩৯ ভারতীয়র হত্যার ঘটনায় স্তম্ভিত, শোকস্তব্ধ: মমতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Mar 2018 03:00 PM (IST)
ফাইল ছবি
কলকাতা: ইরাকে ৩৯ ভারতীয়র হত্যার ঘটনায় শোক প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে তিনি বলেছেন, 'মসুল থেকে যে দুঃখজনক খবর এসেছে, তাতে শোকাহত ও স্তম্ভিত। নিহত ৩৯ জনের পরিবারবর্গকে স্বান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। তাঁদের প্রতি সহানুভূতি ও প্রার্থনা জানাচ্ছি'। উল্লেখ্য, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এদিন রাজ্যসভায় জানিয়েছেন, ইরাকে তিন বছর আগে যে ৩৯ ভারতীয়কে জঙ্গি সংগঠন আইএসআইএস অপহরণ করেছিল, তাঁদের হত্যা করা হয়েছে এবং তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। ২০১৫-র জুনে আইএসআইএস মসুল থেকে ৪০ জন ভারতীয়কে অপহরণ করেছিল। তাঁদের মধ্যে একজন বাংলাদেশি মুসলিম পরিচয় দিয়ে জঙ্গিদের খপ্পর থেকে পালিয়ে আসতে পেরেছিলেন।