কলকাতা: কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অবসরের বয়ঃসীমা বাড়ার পর এবার বাড়ল সরকারি চাকরির আবেদনের বয়ঃসীমাও। শুক্রবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সরকারি চাকরির গ্রুপ-এ পদের ক্ষেত্রে আবেদনের বয়ঃসীমা ৩২ বছর থেকে বাড়িয়ে করা হচ্ছে ৩৬। গ্রুপ বি-র ক্ষেত্রে আবেদন করা যাবে ৩৯ বছর বয়স পর্যন্ত। এতদিন এক্ষেত্রেও আবেদনের বয়স ছিল ৩২। অপরিবর্তিত থাকছে গ্রপ সি আর ডি পদে আবেদনের বয়স।
এক নজরে ঘোষণা
- ডব্লুবিসিএস গ্রুপ-এ পদের ক্ষেত্রে আবেদনের বয়ঃসীমা ৩২ বছর থেকে বাড়িয়ে হচ্ছে ৩৬ বছর
- ডব্লুবিসিএস গ্রুপ বি পদের ক্ষেত্রে আবেদনের বয়ঃসীমা ৩২ বছর থেকে বাড়িয়ে হচ্ছে ৩৯ বছর
- চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মীরাও ৬০ বছর পর্যন্ত চাকরি করার সুযোগ পাবেন
- বিদেশে শিক্ষার ক্ষেত্রে এসসি, এসটিদের জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ
মন্ত্রিসভার বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, তফশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণির পার্থীরা নিয়ম অনুযায়ী চাকরির আবেদনে বয়সে অতিরিক্ত ৫ বছর ছাড় পাবেন।
অন্যদিকে, চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মীরাও ৬০ বছর পর্যন্ত চাকরি করার সুযোগ পাবেন বলে এদিন রেড রোডের অনুষ্ঠানে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতার আশ্বাস, সিভিক ভল্যান্টিয়ার-অঙ্গনওয়াড়িতে এবার ৬০ বছর পর্যন্ত নিশ্চিত চাকরি করতে পারবেন। পাশাপাশি, বিদেশে শিক্ষার ক্ষেত্রে এসসি, এসটিদের জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, দ্রুত প্রকাশিত হবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি।