কলকাতা: সিঙ্গুরে কথা রেখেছেন। ফিরিয়ে দিয়েছেন জমি। ফের কথা রাখলেন। প্রতিশ্রুতি মতো সরকারি কর্মীদের পুজোয় একদিন বেশি ছুটি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শ্রমিক সংগঠনগুলির ডাকা ২ সেপ্টেম্বরের সাধারণ ধর্মঘটে সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি করে সরকার। ওই দিন সরকারি অফিসে কর্মীদের হাজিরার হার দেখে খুশি হন মুখ্যমন্ত্রী। রোমের বিমান ধরার আগে দুবাই বিমানবন্দরেই ঘোষণা করেন, পুরস্কৃত করা হবে সরকারি কর্মীদের।
সাধারণভাবে দুর্গাপুজোয় ষষ্ঠী থেকে ছুটি শুরু হয় রাজ্য সরকারি কর্মীদের। চলে লক্ষ্মী পুজো পর্যন্ত।নবান্নে জারি হওয়া এদিনের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার পুজোর ছুটি শুরু হচ্ছে পঞ্চমী, ৬ অক্টোবর থেকেই। ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত দুর্গাপুজোর ছুটি। লক্ষ্মীপুজো ১৫ অক্টোবর, শনিবার। পরের দিন রবিবার। সব মিলিয়ে ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর, টানা ১১ দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা।
মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো সরকার পুজোয় একদিন বাড়তি ছুটি ঘোষণা করায় খুশির হাওয়া কর্মীদের মধ্যে।
পঞ্চমীতে সরকারি কর্মীদের অতিরিক্ত ছুটি, বিজ্ঞপ্তি নবান্নর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Sep 2016 01:57 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -