বাঁকুড়া: বছর ঘুরলে পঞ্চায়েত ভোট। তার আগে বৃহস্পতিবার বাঁকুড়ার খাতরা থেকে চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কেউ কেউ আছে যারা গরিবরা যখন থেকে পায় না, তখন কোনও সাহায্য করে না। আর যখন ভোট আসে তখন কেউ টাকার টোপ দেখায়।
ভেদাভেদের রাজনীতির অভিযোগ তুলে এদিন নাম না করে বিজেপিকে কটাক্ষও করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, নতুন একটা দল এসেছে। হিন্দু, মুসলমানে ভাগাভাগি করে। চক্রান্ত করে। বিশ্বাস করবেন না। বাংলা চক্রান্তে বিশ্বাস করে না।
যদিও, বিজেপি পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই জাতপাতের রাজনীতির অভিযোগ করে আসছে বারবার। এদিন ফের একবার রাজস্থানে মালদার আফরাজুল খান খুনের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যের থেকে এরাজ্যের সংস্কৃতি আলাদা। রাজস্থানে, গুজরাতে পুড়িয়ে মারছে। বাংলায় এটা হয় না। সবাইকে নিয়ে চলতে বিশ্বাস করে। বাংলা বলে সবাই আমার ঘরে এসো।
বিজেপিকে আক্রমণের পাশাপাশি পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে দলের নেতা, কর্মীদের উদ্দেশেও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ভালো করে কাজ করতে হবে। ফেব্রুয়ারি মাসে আবার এসে কাজের হিসেব নেব।
মমতা বার্তা দিচ্ছেন পঞ্চায়েতে ঝাঁপাতে। অন্যদিকে বিজেপিও দাগ কাটতে উঠেপড়ে লেগেছে। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে জমে উঠেছে বঙ্গ রাজনীতি।
ভোট এলে কেউ কেউ টাকার টোপ দেয়, তোপ মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Dec 2017 07:48 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -