উত্তর ২৪ পরগনা: ২ দিন আগেই স্ত্রী ও মেয়েকে খুন। পরে পুলিশকে দেখে আত্মহত্যার চেষ্টা বাবার। চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী উত্তর ২৪ পরগনার হাবড়া থানা এলাকার মছলন্দপুর বিশরআটি। গ্রেফতার বাবা। ঘরের মধ্যে খাটের নিচ থেকে উদ্ধার মা ও মেয়ের প্লাস্টিকে মোড়া দেহ। দেহ লোপাটের পরিকল্পনা ছিল বলে দাবি পুলিশের। খুনের নেপথ্যে দীর্ঘদিনের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান। শনিবার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে ১৫ বছরের পূজা ও তার মা মিঠু দেবনাথকে আর দেখতে পাননি প্রতিবেশীরা। স্থানীয় সূত্রে খবর, গতকাল গৃহকর্তা শেখর দেবনাথ প্রতিবেশীদের লক্ষ্য করে ঢিল ছুড়ছিলেন। তিনি আত্মহত্যা করারও হুমকি দেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ। বাড়িতে ঢুকতে গেলে শেখর পুলিশের সামনেই আত্মহত্যা করতে যান বলে দাবি। সেসময় খাটের নিচে মা ও মেয়ের প্লাস্টিকে মোড়া দেহদুটি উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় শেখর দেবনাথকে। জেরায় স্ত্রী ও মেয়েকে খুনের কথা স্বীকার করেন তিনি। স্থানীয় সূত্রে খবর, প্রচুর দেনা হয়ে যায় শেখরের। আর্থিক অনটনের কারণেই স্ত্রী ও মেয়েকে খুন কিনা, খতিয়ে দেখছে পুলিশ
এদিকে, এই জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ সূত্রে খবর, স্ত্রী ও মেয়েকে খুনের পর স্বাভাবিক আচরণ করেন শেখর দেবনাথ। খুনের পর শেখর মদ্যপান করেন ও বিরিয়ানি খান বলে দাবি পুলিশের। পুলিশ সূত্রে খবর, বাড়ি থেকে বেরিয়ে বাজারও করেছেন শেখর। এমনকি এরই মাঝে বাড়ির সামনের রাস্তা নিয়ে পঞ্চায়েত সদস্যের সঙ্গে বচসাও বাধে তাঁর। পুলিশের দাবি, শনিবার স্ত্রী ও মেয়ের মাথায় কাঠ দিয়ে মেরে থেঁতলে দেওয়ার পর মৃত্যু নিশ্চিত করতে ২ জনের গলায় শাড়ির পাড়ের ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করেন শেখর। আত্মীয়রা ফোন করে স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা বলতে চাইলে, তিনি তাঁদের বিভ্রান্ত করেন বলেও অভিযোগ।
কাঠের বাড়ি মেরে মাথা থেঁতলে স্ত্রী ও কন্যাকে খুন, দুদিন মৃতদেহ বাড়িতে লুকিয়ে রেখে মদ্যপান, মেনুতে বিরিয়ানিও, পুলিশ দেখে আত্মহত্যার চেষ্টা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Mar 2018 04:00 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -