মন্তেশ্বরে প্রাক্তন বাম বিধায়কের ছেলের গাড়ির ধাক্কায় ৪ পথচারীর মৃত্যু, আহত ৬
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 May 2017 11:05 AM (IST)
মন্তেশ্বর: পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলের গাড়ির ধাক্কায় মৃত ৪। জখম আরও ৬ জন। গাড়ির এক সহযাত্রী মহম্মদ সইদের দাবি, গতকাল নবদ্বীপের একটি ধাবায় মদ্যপান করার পর গাড়ি নিয়ে ফিরছিলেন তাঁরা। গাড়ির চালকের আসনে ছিলেন প্রাক্তন সিপিএম বিধায়ক চৌধুরী মহম্মদ হেদায়তুল্লার ছেলে হামিদুল্লা চৌধুরী। সহযাত্রী মহ্মম্দ সইদের বয়ান অনুযায়ী, গতকাল রাত ৮টা নাগাদ মেমারি-কাটোয়া সড়কের ওপর কুসুমগ্রামের কাছে প্রথমে এক বাইক আরোহীকে ধাক্কা মারে গাড়িটি। এর পর ওই বাইক আরোহীরা তাঁদের তাড়া করলে গতি বাড়িয়ে দেন হামিদুল্লা। জয়রামপুর ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্র্যাক্টরে ধাক্কা মারে গাড়িটি। ওই সময় ট্র্যাক্টরে ধান বোঝাইয়ের কাজ হচ্ছিল। ধানে বোঝাইয়ের কাজে যুক্ত ৯ জনকে পিষে দেয় গাড়িটি। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই ২ মহিলার মৃত্যু হয়। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানে আরও ২জনের মৃত্যু হয়। ঘটনার পর থেকে হামিদুল্লা পলাতক।