বোলপুর: বোলপুরে পা ও পেটের চিকিৎসার নাম করে নিয়ে গিয়ে, দুই মহিলার চোখে অস্ত্রোপচার! ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন বীরভূমের জেলাশাসক পি মোহন গাঁধী। ঘটনা প্রকাশ্যে আসার পরই অভিযোগ ওঠে ভুয়ো অস্ত্রপচারের নেপথ্যে রয়েছে সরকারি স্বাস্থ্য প্রকল্পের টাকা হাতানোর ছক। সেই অভিযোগও খতিয়ে দেখবে তদন্ত কমিটি। রিপোর্ট পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ।