কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিঙ্গুরের জমি কীভাবে কৃষকদের ফেরত দেওয়া যায়, তা স্থির করতে আজ নবান্নে রাজ্য প্রশাসনের জরুরি বৈঠক। গতকাল সিঙ্গুরবাসীর নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। আজ নবান্নের এই বৈঠকের দিকে তাকিয়ে তাঁরা। সর্বোচ্চ আদালত সিঙ্গুরে জমি অধিগ্রহণকে অবৈধ ঘোষণার পরে, গতকালই বিজয় উত্সব পালনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাজ্যের সমস্ত ব্লকে পালন করা হবে সিঙ্গুর উৎসব। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষণা, নন্দীগ্রামের মতো সিঙ্গুরেও তৈরি হবে শহিদ মিনার।
কিন্তু আদালতের নির্দেশ মেনে কোন পথে, কী ভাবে জমি ফিরিয়ে দেওয়া হবে— সেটাই এখন সরকারের গুরুদায়িত্ব। তাই রোম যাওয়ার আগে আজ, বৃহস্পতিবারই প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। গতকাল তিনি বলেছেন, ‘‘আমরা একটি স্ট্র্যাটেজিক বৈঠক করব।’’
জমি ফেরাতে কাল থেকেই সিঙ্গুরে শুরু সমীক্ষা, নবান্নে ঘোষণা মমতার
ABP Ananda, web desk
Updated at:
01 Sep 2016 05:00 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -