কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 May 2016 01:00 PM (IST)
কলকাতা: কলকাতায় ব্রজবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা। তবে, অস্বস্তিকর গরম থেকে আপাতত রেহাই নেই। ঝড়, শিলাবৃষ্টি হতে পারে হাওড়া, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। প্রবল গরমে মাঝেই শনিবার সন্ধে বৃষ্টিতে ভেজেছে কলকাতা। স্বস্তি পেয়েছে শহরবাসী। তবে, সেই স্বস্তির রেশ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বৃষ্টি থামতেই ফের অস্বস্তিকর গরম। আগামী ২৪ ঘণ্টায় অবস্থার বিশেষ হেরফের হবে না বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা আকাশ আংশিক মেঘলা থাকবে। হতে পারে বজ্রবিদ্যুত সহ বৃষ্টিও। তবে আপেক্ষিক আদ্রর্তার কারণে অস্বস্তিকর গরম থেকে এখনও রেহাই মিলবে না। তবে শুধু কলকাতাতেই নয়, আগামী ২৪ ঘণ্টায় জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় হাওড়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে।