‘এটা সংসদ ভবন, টিকটক করার জায়গা নয়', 'এ কী পোশাক!', ইত্যাদি কমেন্টে মেসেজ বক্স উপচে পড়ে দু'জনেরই। তবে এ-নিয়ে সরাসরি সমালোচকদের তীক্ষ্ণ আক্রমণের জবাব দেননি কেউই। তবে এবার মুখ খুললেন যাদবপুর কেন্দ্রের সাংসদ মিমি।
টুইটারে দুই নায়িকার ছবিতে নেতিবাচক কমেন্টের পাশাপাশি প্রশংসা বা শুভেচ্ছাবার্তাও দিয়েছেন কেউ কেউ। তার মধ্যেই একজনের পোস্টের জবাব দিলেন মিমি। ওই টুইটে মিমিকে প্রশ্ন করা হয়, সংসদে জিনস-টি শার্ট পরে আসার জন্য কি একইরকমভাবে ফ্যাশন-পুলিশের সমালোচনার শিকার হতে হবে গৌতম গম্ভীরকে? নাকি মহিলা বলেই মিমি-নুসরতকে আক্রমণ?
মিমি তাঁর জবাবি টুইটে লিখেছেন, 'না, তারা(ফ্যাশন পুলিশ)তা করেননি। হয়ত মহিলা বলেই আমাদের এই সমালোচনা।'
সেই সঙ্গে তৃণমূল সাংসদ মিমি অবশ্য দিল্লি পূর্ব-র বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের পোশাকের প্রশংসা করতে ভোলেননি!