ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ’, গ্রেফতার বছর ৪৫ -এর ব্যবসায়ী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Dec 2017 08:30 PM (IST)
দক্ষিণ ২৪ পরগনা: টিউশন সেরে বাড়ি ফেরার পথে ‘ধর্ষণ’।পরিবার ও পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধেয় টিউশন সেরে একা একাই বাড়ি ফিরছিল রায়দিঘির ষষ্ঠ শ্রেণির ছাত্রী।অভিযোগ মাঝ রাস্তা থেকে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। অভিযোগের আঙুল উঠেছে পাশের পাড়ার বাসিন্দা, বছর ৪৫-এর ব্যবসায়ী প্রবীর সাউয়ের দিকে। যে আবার কিশোরীর পরিবারের পরিচিত। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলার পাশাপাশি পকসো আইনেও মামলা রুজু হয়েছে।