মোদী বলেন, গোরক্ষার অজুহাতে যারা দোকান খুলে রেখেছে, তাদের অধিকাংশই সমাজবিরোধী। এসব দেখে খুব রাগ হয়। যারা এসবকাণ্ড ঘটাচ্ছে তাদের চিহ্নিত করে, রাজ্যগুলিকে তালিকা তৈরি করতে বলেছেন প্রধানমন্ত্রী। মোদীর দাবি, গোরক্ষার অজুহাতে যারা হামলা চালাচ্ছে, তাদের বেশিরভাগই রাতের অন্ধকারে বেআইনি কাজ করে এবং দিনের আলোয় গোরক্ষার ধুঁয়ো তোলে।
সম্প্রতি, মোদীর নিজের রাজ্য গুজরাতের উনায় গো-হত্যার অপবাদে দলিতদের উপর অকথ্য অত্যাচার চালানো হয়। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ছড়িয়ে পড়ে সেই ছবি। দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। অবশেষে দলিতনিগ্রহ প্রসঙ্গে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী।