স্কুলপড়ুয়াদের সমতলে ফেরার জন্যে ১২ ঘণ্টা শিথিল অনির্দিষ্টকালের পাহাড় বনধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Jun 2017 09:11 AM (IST)
দার্জিলিং: ১২ ঘণ্টার জন্য শিথিল মোর্চার ডাকা অনির্দিষ্টকালের বনধ। পাহাড়ের স্কুলপড়ুয়াদের সমতলে ফেরার ব্যবস্থা করতেই এই ছাড়। সদ্য পাহাড়ের স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়েছে। আজ ভোর থেকে স্কুলবাসে চড়ে দলে দলে পড়ুয়ারা শিলিগুড়ি ও রংপোর উদ্দেশে রওনা হয়েছে। ছুটি শেষ হওয়ার আগেই পাহাড়ে শান্তি ফিরবে, এনিয়ে আশাবাদী স্কুলপড়ুয়ারাও। এদিকে, আজই জিটিএ ছাড়তে চলেছে মোর্চা।