হাবড়া: চারদিকে ডেঙ্গি-আতঙ্ক। হাসপাতালগুলিতে উপচে পড়ছে ভিড়। এই পরিস্থিতিতে ক্রমেই লম্বা হচ্ছে মৃত্যুমিছিল। ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গি।

হাবড়ার বাঁশপুলের বাসিন্দা সুজয় বিশ্বাস (১৩) বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিল। শুক্রবার রাতে আরজিকর হাসপাতালে তার মৃত্যু হয়। জ্বরের কারণেই মৃত্যু বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে।

আড়িয়াদহের বিশ্বজিত দেবও (৪১) বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিলেন। ভর্তি ছিলেন অ্যাপোলো হাসপাতালে। শনিবার ভোরে মৃত্যু হয় এই ব্যবসায়ীর। ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে, ‘ফিভার উইথ এনএস ওয়ান পজিটিভ’।

দেগঙ্গার লায়লা বিবির রবিবার থেকে জ্বর আসে। শুক্রবার ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। শনিবার ভোররাতে মৃত্যু হয় এই মহিলার। এক্ষেত্রেও ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছে, ফিভার উইথ এনএস ওয়ান পজিটিভ।

শুক্রবার একটি নার্সিংহোমে মৃত্যু হয়েছে কেষ্টপুরের ঝুমা লাহিড়ির। তাঁর ডেথ সার্টিফিকেটে অবশ্য ডেঙ্গির উল্লেখ করা হয়েছে।