নয়াদিল্লি: তুলনামূলকভাবে কম বেতন পান, এমন  কর্মচারীদের বড় অংশ যাতে মেডিক্যাল ও ক্যাশ বেনিফিট পান, সেজন্য সরকার ইসএসআইসি অর্থাত্ এমপ্লয়ি স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনের আওতায় কভারেজের সীমা বাড়াতে পারে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক কভারেজের জন্য কর্মীজের বর্তমান বেতনের সীমা বৃদ্ধির প্রস্তাব অর্থমন্ত্রককে দিয়েছে।

সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে যে,এই সুবিধা পাওয়ার জন্য যে বেতনের সীমা রয়েছে, তা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে বেতনের সীমা ২১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার কথা বলা হয়েছে।  প্রস্তাব কার্যকর হলে যে কর্মীদের মোট বেতন ৩০ হাজার টাকা বা তার কম, তাঁরা ইএসআই কভারেজের সুবিধা পাবেন। প্রকল্পের পরিধি বৃদ্ধি হলে কোম্পানিগুলির ওপর বোঝা কমবে এবং লকডাউনে জরুরি মেডিক্যাল কভারের বোঝাও কমবে। এখন ১২.৫০ কর্মী এই প্রকল্পের সুবিধা পান।