নদিয়ায় মা ও দুই শিশুকন্যার রহস্যমৃত্যু, তিনজনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Feb 2018 10:23 AM (IST)
তেহট্ট: নদিয়ার তেহট্ট থানা এলাকার পূর্ব নওদাপাড়ায় মা ও দুই শিশুকন্যার রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার তিনজনের অগ্নিদগ্ধ দেহ। স্থানীয় সূত্রে খবর, গতকাল সকাল থেকেই স্বামী সাইন দফাদারের সঙ্গে অশান্তি চলছিল স্ত্রী সাগরী বিবির। মহিলাকে মারধরও করা হয় বলে অভিযোগ। সন্ধেয় ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে গ্রামবাসীরাই দরজা ভেঙে সাগরী ও তাঁর ৬ বছর ও ৪ বছরের দুই শিশুকন্যাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে ৩ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। ঘটনার পর থেকেই পলাতক গৃহবধূর স্বামী ও শাশুড়ি।