কলকাতা: তৃণমূলে যোগদানের পরেই গুরুত্ব বাড়তে চলেছে মুকুল রায়ের। দলের সর্বভারতীয় সহ-সভাপতির পদ পেতে পারেন মুকুল। এমনটাই খবর সূত্রের। 


তৃণমূলে যোগদানের পর গত শনিবার দলের নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুকুল রায়ের বৈঠক হয়। 


সূত্রের দাবি, সেই বৈঠকেই মুকুলের দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি মুকুলকে তাঁর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। 



বঙ্গ বিজেপিতে ভাঙন ধরিয়ে ছেলে শুভ্রাংশুকে নিয়ে গত শুক্রবার তৃণমূলে ফেরেন মুকুল রায়। তৃণমূল ভবনে তাঁদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


বিধানসভা ভোটের ফল বেরোনোর পর থেকে মুকুল রায়ের সঙ্গে বিজেপির দূরত্ব নিয়ে, জল্পনা-গুঞ্জন শুরু হলেও, মুকুল রায় যে শুক্রবারই বিজেপিকে ধাক্কা দিয়ে তৃণমূলে ফিরতে চলেছেন, সম্ভবত গেরুয়া শিবিরও তার টের পায়নি। 


মুকুল রায় তৃণমূলে থাকাকালীন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। আজ সেই পদে আসীন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু রায়কে উত্তরীয় পড়িয়ে দলে অভ্যর্থনা জানান অভিষেকই। তৃণমূলে থাকাকালীন মুকুল-অভিষেকের দ্বন্দ্ব নিয়ে জল্পনা ছিল জোরদার। প্রত্যাবর্তনের পর শুক্রবার স্বভাবতই সেই প্রশ্ন উঠেছে। 


২০১৭ সালে মুকুল রায়কে বিজেপিতে স্বাগত জানিয়েছিলেন, মোদি সরকারের হেভিওয়েট মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সেদিন তিনি বলেছিলেন, মুকুলের অভিজ্ঞতা বাংলায় বিজেপির বিস্তারে সাহায্য করবে। মুকুলের রাজনৈতিক জীবন নিয়েও বিস্তারিত জানিয়েছিলেন তিনি।


রাজ্য বিজেপি অবশ্য প্রকাশ্যে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মুকুল রায় দলে এসেও লাভ হয়নি, গিয়েও ক্ষতি হবে না। 


বিধানসভা ভোটে তৃণমূলের ল্যান্ডস্লাইড ভিকট্রির পর থেকেই, ভোটের আগে দলবদল করে বিজেপিতে যাওয়া নেতারা একে একে আবার তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করেছেন। শুক্রবার তৃণমূলে ফিরে গিয়েছেন মুকুল রায়। পাশাপাশি শাসকদলে ফিরে আসার আর্জি জানিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন আরও অনেকে।  


অন্যদিকে দলে ভাঙন রুখতে সক্রিয় হয়েছে বিজেপিও। দলত্যাগ বিরোধী আইন কার্যকরের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, আমি বিরোধী দলনেতা, আমি দলত্যাগ বিরোধী আইন কার্যকর করব।


পাল্টা শাসকদল মনে করিয়ে দিয়েছে, তৃণমূলের প্রার্থী হিসেবে জিতে সাংসদ হয়েও, বিজেপির মঞ্চে যোগ দিয়েছিলেন শুভেন্দুর বাবা শিশির অধিকারী!