কলকাতা: দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ মুকুল রায়। এরপর গত সোমবার প্রথমবার রাজ্যে দলের সদর দফতরে এসে কাগজের তাড়া দেখিয়ে বিস্ফোরণের ইঙ্গিত দিয়েছিলেন। শুক্রবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে বিজেপির সভা থেকে সেই কাগজ দেখেই তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুললেন মুকুল রায়। সরাসরি নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিযোগ করলেন, বিশ্বকাপের আয়োজন করল বিশ্ববাংলা। বিশ্ববাংলা কোনও সরকারি প্রতিষ্ঠান নয়। এটা একটা কোম্পানি। মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য এই অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ববাংলা লোগো, ব্র্যান্ড রাজ্যের। ব্যক্তিগত কপিরাইট নেই।
মুকুল অবশ্য শুধু এখানেই থামেননি। তিনি বলেছেন, তৃণমূলের লোগো, লিফলেট, প্যামফ্লেট যেখানে ছাপা হয়...সেখানকার মালিক অভিষেক। তৃণমূল বলে জাগো বাংলা মুখপত্র। আসলে এটাও একটা কোম্পানি। মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পাল্টা জবাব দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বলেছেন, মুকুল জানেন না, জাগো বাংলা কীভাবে লেখা হত! মমতা নিজের মাইনে দিতেন। আমার বাড়িতে লেখা হত। কীভাবে রেজিস্ট্রি কিছুই জানেন না। তরুণ প্রজন্মকে আনতে বারবার বাধা দিয়েছেন। এখন তার কারণ বোঝা গেল। জাগো বাংলা নিয়ে যা বলেছে প্রমাণ করতে পারলে পদ ছেড়ে দেব।
তাঁর আক্রমণের ধারা যে আগামী দিনেও অব্যাহত থাকবে, তাও স্পষ্ট করে দিয়েছেন মুকুল রায়।
যদিও, তৃণমূল এসবে কোনও গুরুত্বই দিতে নারাজ। পার্থ বলেছেন, সাদা কাগজ দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের পাঁচটা ব্লক সভাপতি এরকম সভা করতে পারেন। অতীতে অনেক মানুষ গেছে। মানুষ আস্তাকুঁড়ে ফেলে দিয়েছে।
সব মিলিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পর মুকুলের প্রথম সভা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।
বিশ্ববাংলা সরকারি নয়, মালিক অভিষেক, অভিযোগ মুকুলের, খারিজ করল রাজ্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Nov 2017 07:47 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -