মা-বাবাকে অত্যাচারের অভিযোগে গ্রেফতার হওয়া ছেলে জামিনের পর ফিরেই ফের স্বমূর্তিতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Nov 2017 05:58 PM (IST)
বনগাঁ: প্রৌঢ় মা-বাবাকে অত্যাচারের অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছিল পুলিশ। জামিনে মুক্তি পেয়ে সেই ছেলের বিরুদ্ধেই ফের মা-বাবার উপর অত্যাচারের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকার ঢাকাপাড়ায়। ছেলে স্বপন মণ্ডলের বিরুদ্ধে আবারও থানা অভিযোগ দায়ের করেছেন প্রৌঢ় বাবা। বছর খানেক আগে নরেশ মণ্ডলের থেকে অভিযুক্ত ছেলে সম্পত্তি লিখিয়ে নেয়। এর পর থেকেই অত্যাচার শুরু হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। তার পর থেকেই সংশোধনাগারে ছিলেন অভিযুক্ত স্বপন মণ্ডল।