কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে পুরভোটে জয়ের ধারা অব্যাহত তৃণমূলের। শুধু সমতলে জয়ের ঘোড়া ছোটানোই নয়, পাহাড়েও ফুটল ঘাসফুল! অন্যদিকে, ভরাডুবি ঘটল বাম-কংগ্রেস জোটের। সাত পুরসভার ভোটে বিন্দুমাত্র দাগ কাটতে পারল না, রাজ্য দখলের স্বপ্ন দেখা বিজেপি।
৭ পুরসভার মধ্যে চারটি দখল করল তৃণমূল। সমতলে ডোমকল, রায়গঞ্জ, পূজালি এবং পাহাড়ে মিরিক। তিন দশক বাদে পাহাড়ে কোনও পুরসভা দখল করল সমতলের কোনও পার্টি। গোর্খা জনমুক্তির হাত থেকে মিরিক ছিনিয়ে নিল তৃণমূল।
দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং পুরসভা নিজেদের দখলে রেখেছে গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। তবে, এই তিনটি পুরসভাতেই আসন পেয়েছে তৃণমূল।
পাহাড়ে যেমন ফুল ফুটল, তেমন সমতলের ৩ পুরসভায় আরও ফুলে ফেঁপে উঠল জোড়া ফুল। কংগ্রেসের হাত থেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভা ছিনিয়ে নিল তৃণমূল। কার্যত নিশ্চিহ্ন বাম-কংগ্রেস জোট। আত্মপ্রকাশের পর প্রথম পুরভোটেই ডোমকল পুরসভায় বাজিমাত করল শাসক দল। কার্যত সাফ বাম-কংগ্রেস জোট।
দক্ষিণ ২৪ পরগনাতেও গড় অক্ষুণ্ণ রাখল তৃণমূল। পূজালি পুরসভাতেও জোড়াফুল। সাত পুরসভার ভোটে বিন্দুমাত্র দাগ কাটতে পারল না বিজেপি
একনজরে দেখব সেই ফলাফল
সকাল ৯টা
# তিন দশক পরে পাহাড়ে সমতলের রাজনৈতিক দলের জয়। মোর্চার হাত থেকে মিরিক পুরসভা তৃণমূলের। ৯টির মধ্যে মাত্র ৩টিতে জয়ী মোর্চা।
# কংগ্রেসের হাতছাড়া রায়গঞ্জ পুরসভা। ২৭টির মধ্যে ২২টিই তৃণমূলের দখলে
# ডোমকল পুরসভা তৃণমূলের দখলে। ২১টি ওয়ার্ডের মধ্যে এপর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, ১৬টি ওয়ার্ডে জয়ী তৃণমূল। ৯ ও ২০ নম্বর ওয়ার্ডে জোট প্রার্থীরা জয়ী হলেও, ফল ঘোষণার পরেই তাঁরা তৃণমূলে যোগ দেন।
# পূজালি পুরসভা দখলে রাখল তৃণমূল। পূজালি পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে এপর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, তৃণমূল ১২টি ওয়ার্ডে জয়ী। বিজেপি ২টি, কংগ্রেস ১টি ও নির্দল ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে।
# রায়গঞ্জে দীপা দাশমুন্সির খাসতালুকে তৃণমূলের দাপট। রায়গঞ্জ পুরসভার ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৪টি ওয়ার্ড তৃণমূলের দখলে। বিজেপি ১ ও বাম-কংগ্রেস জোট ২টি ওয়ার্ডে জয়ী হয়েছে।
সকাল ৯ টা বেজে ৩০ মিনিট
# রায়গঞ্জে দীপা দাশমুন্সির খাসতালুকে কার্যত নিশ্চিহ্ন কংগ্রেস। রায়গঞ্জ পুরসভার ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৪টি ওয়ার্ডে জয়ী তৃণমূল। বিজেপি ১ ও বাম-কংগ্রেস জোট ২টি ওয়ার্ডে জয়ী হয়েছে।
# দার্জিলিং পুরসভার ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৬টিতে জয়ী গোর্খা জনমুক্তি মোর্চা। তৃণমূল জয়ী ১টি ওয়ার্ডে।
# আত্মপ্রকাশেই ডোমকল পুরসভা তৃণমূলের। ২১টির মধ্যে ২০টিতেই জোড়াফুলের জয়। জোটের টিকিটে জিতেই ২ প্রার্থীর তৃণমূলে যোগ।
# দার্জিলিং পুরসভায় গোর্থা জনমুক্তি মোর্চার দাপট। ৩২টি ওয়ার্ডের মধ্যে ৩১টিতে জয়ী গোর্খা জনমুক্তি মোর্চা। তৃণমূল জয়ী ১টি ওয়ার্ডে।
# তিনদশক পরে পাহাড়ে সমতলের রাজনৈতিক দলের দাপট। মিরিক পুরসভা দখল করল তৃণমূল। মিরিক পুরসভার ৯টি ওয়ার্ডে তৃণমূল জয়ী ৬টি ওয়ার্ডে। গোর্খা জনমুক্তি মোর্চার দখলে ৩টি ওয়ার্ড। তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন ২, ৩, ৫, ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে।
# কার্শিয়ং পুরসভা দখলে রাখল গোর্খা জনমুক্তি মোর্চা। ২০টি ওয়ার্ডের মধ্যে এপর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, মোর্চা জয়ী হয়েছে ১৭টি ওয়ার্ডে। তৃণমূলের দখলে ৩টি ওয়ার্ড।
# কালিম্পং পুরসভার ২৩টি ওয়ার্ডে এপর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, গোর্খা জনমুক্তি মোর্চা ১টি ও হরকা বাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টি ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে।
সকাল ১০টা বেজে তিরিশ মিনিট
# তিনদশক পরে পাহাড়ে সমতলের রাজনৈতিক দলের দাপট। মিরিক পুরসভা দখল করল তৃণমূল। মিরিক পুরসভার ৯টি ওয়ার্ডে তৃণমূল জয়ী ৬টি ওয়ার্ডে। গোর্খা জনমুক্তি মোর্চার দখলে ৩টি ওয়ার্ড। তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন ২, ৩, ৫, ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে। গোর্খা জনমুক্তি মোর্চা ১, ৪ ও ৬ নম্বর ওয়ার্ডে জয়ী।
# কালিম্পং পুরসভার ২৩টি ওয়ার্ডে এপর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, গোর্খা জনমুক্তি মোর্চা ১১টিতে, তৃণমূল ২টি ও হরকা বাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টি ২টি ওয়ার্ডে জয়ী হয়েছে।
# রায়গঞ্জে কার্যত নিশ্চিহ্ন বাম-কংগ্রেস জোট। রায়গঞ্জ পুরসভার ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৪টি ওয়ার্ডই তৃণমূলের দখলে। বিজেপি ১ ও বাম-কংগ্রেস জোট ২টি ওয়ার্ডে জয়ী হয়েছে। রায়গঞ্জ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অরিন্দম সরকার সবথেকে বেশি ২ হাজার ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে, মাত্র ৪২ ভোটে পরাজিত হয়েছেন ২৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী, কংগ্রেস জেলা সভাপতি ও বিধায়ক মোহিত সেনগুপ্ত।
সকাল ১১টা বেজে তিরিশ মিনিট
# কালিম্পং পুরসভা গোর্খা জনমুক্তি মোর্চার দখলে। ২৩টি ওয়ার্ডের মধ্যে গোর্খা জনমুক্তি মোর্চা ১৮টিতে, তৃণমূল ২টি ও হরকা বাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টি ২টি ওয়ার্ডে জয়ী হয়েছে। নির্দল জয়ী হয়েছে ১টি ওয়ার্ডে।
# দার্জিলিং পুরসভায় গোর্খা জনমুক্তি মোর্চার দাপট। ৩২টি ওয়ার্ডের মধ্যে ৩১টিতে জয়ী গোর্খা জনমুক্তি মোর্চা। তৃণমূল জয়ী ১টি ওয়ার্ডে।
# পূজালি পুরসভা দখলে রাখল তৃণমূল। পূজালি পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১২টি ওয়ার্ডে জয়ী। বিজেপি ২টি, কংগ্রেস ১টি ও নির্দল ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে।
# ডোমকল পুরসভা তৃণমূলের দখলে। ২১টি ওয়ার্ডের মধ্যে এপর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, ২০টি ওয়ার্ডে জয়ী তৃণমূল। ২১ নম্বর ওয়ার্ডে জয়ী জোট প্রার্থী। ৯ ও ২০ নম্বর ওয়ার্ডে জোট প্রার্থীরা জয়ী হলেও, ফল ঘোষণার পরেই তাঁরা তৃণমূলে যোগ দেন।
# রায়গঞ্জে কার্যত নিশ্চিহ্ন বাম-কংগ্রেস জোট। রায়গঞ্জ পুরসভার ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৪টি ওয়ার্ডই তৃণমূলের দখলে। বিজেপি ১ ও বাম-কংগ্রেস জোট ২টি ওয়ার্ডে জয়ী হয়েছে। রায়গঞ্জ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অরিন্দম সরকার সবথেকে বেশি ২ হাজার ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে, মাত্র ৪২ ভোটে পরাজিত হয়েছেন ২৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী, কংগ্রেস জেলা সভাপতি ও বিধায়ক মোহিত সেনগুপ্ত।
# কার্শিয়ং পুরসভা দখলে রাখল গোর্খা জনমুক্তি মোর্চা। ২০টি ওয়ার্ডের মধ্যে এপর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, মোর্চা জয়ী হয়েছে ১৭টি ওয়ার্ডে। তৃণমূলের দখলে ৩টি ওয়ার্ড।
দুপুর একটা
# তিনদশক পরে পাহাড়ে সমতলের রাজনৈতিক দলের দাপট। মিরিক পুরসভা দখল করল তৃণমূল। মিরিক পুরসভার ৯টি ওয়ার্ডে তৃণমূল জয়ী ৬টি ওয়ার্ডে। গোর্খা জনমুক্তি মোর্চার দখলে ৩টি ওয়ার্ড। তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন ২, ৩, ৫, ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে। গোর্খা জনমুক্তি মোর্চা ১, ৪ ও ৬ নম্বর ওয়ার্ডে জয়ী।
# কার্শিয়ং পুরসভা দখলে রাখল গোর্খা জনমুক্তি মোর্চা। ২০টি ওয়ার্ডের মধ্যে এপর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, মোর্চা জয়ী হয়েছে ১৭টি ওয়ার্ডে। তৃণমূলের দখলে ৩টি ওয়ার্ড।
# কালিম্পং পুরসভা গোর্খা জনমুক্তি মোর্চার দখলে। ২৩টি ওয়ার্ডের মধ্যে গোর্খা জনমুক্তি মোর্চা ১৮টিতে, তৃণমূল ২টি ও হরকা বাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টি ২টি ওয়ার্ডে জয়ী হয়েছে। নির্দল জয়ী হয়েছে ১টি ওয়ার্ডে।
# দার্জিলিং পুরসভায় গোর্খা জনমুক্তি মোর্চার দাপট। ৩২টি ওয়ার্ডের মধ্যে ৩১টিতে জয়ী গোর্খা জনমুক্তি মোর্চা। তৃণমূল জয়ী ১টি ওয়ার্ডে।
# পূজালি পুরসভা দখলে রাখল তৃণমূল। পূজালি পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১২টি ওয়ার্ডে জয়ী। বিজেপি ২টি, কংগ্রেস ১টি ও নির্দল ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে।
# ডোমকল পুরসভা তৃণমূলের দখলে। ২১টি ওয়ার্ডের মধ্যে এপর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, ২০টি ওয়ার্ডে জয়ী তৃণমূল। ২১ নম্বর ওয়ার্ডে জয়ী জোট প্রার্থী। ৯ ও ২০ নম্বর ওয়ার্ডে জোট প্রার্থীরা জয়ী হলেও, ফল ঘোষণার পরেই তাঁরা তৃণমূলে যোগ দেন।
# রায়গঞ্জে কার্যত নিশ্চিহ্ন বাম-কংগ্রেস জোট। রায়গঞ্জ পুরসভার ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৪টি ওয়ার্ডই তৃণমূলের দখলে। বিজেপি ১ ও বাম-কংগ্রেস জোট ২টি ওয়ার্ডে জয়ী হয়েছে। রায়গঞ্জ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অরিন্দম সরকার সবথেকে বেশি ২ হাজার ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে, মাত্র ৪২ ভোটে পরাজিত হয়েছেন ২৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী, কংগ্রেস জেলা সভাপতি ও বিধায়ক মোহিত সেনগুপ্ত।
পুরভোটেও জয়ের ধারা অব্যাহত তৃণমূলের, সমতলের ৩টি পুরসভাতেই জোড়াফুল, খাতা খুলল পাহাড়েও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 May 2017 09:11 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -