উত্তর ২৪ পরগনা: খুনের ঘটনায় অভিযুক্তকে কুপিয়ে খুন!পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে খুন করল চার দুষ্কৃতী। ঘটনা ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার হাবাড়ায়।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে হাবড়ার গোজের মাঠ এলাকার বাসিন্দা ভবেন বৈরাগীর বাড়িতে হানা দেয় তিলক বিশ্বাস, কালীরাম বিশ্বাস, সাধন সরকার ও শঙ্কর বিশ্বাস নামে চার ব্যক্তি। পুলিশ পরিচয় দিয়ে দরজায় টোকা দিলে দরজা খোলেন ভবেনের স্ত্রী কল্যাণী। অভিযোগ, দরজা খুলতেই মহিলাকে ভোজালির কোপ মারে দুষ্কৃতীরা। ভবেনকেও কোপাতে গেলে রক্তাক্ত অবস্থাতেই বাধা দেন স্ত্রী। ফের কোপ পড়ে কল্যাণীর ওপর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ভবেনকে গুলি করে দুষ্কৃতীরা।
কোনওমতে পালিয়ে বাঁচে দম্পতির দুই ছেলে।
কিন্তু কী কারণে এই হামলা? পুলিশ সূত্রে খবর, ২০১২ সালে এলাকায় অপহরণ করে খুন করা হয় নৃপেন চৌধুরী নামে ১৩ বছরের এক কিশোরকে। সেই ঘটনায় গ্রেফতার করা হয় ভবেন বৈরাগী ও তার স্ত্রীকে। তিন মাস জেল খাটার পর ছাড়া পায় তারা। ওই ঘটনা নিয়ে প্রতিবেশী সাধন সরকারের সঙ্গে বিবাদ শুরু হয় ওই দম্পতির। পুলিশ জানতে পেরেছে, সাধন সরকারের মেয়ের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল দম্পতির এক ছেলের। সাধনের অভিযোগ, সম্পর্ক মেনে না নেওয়ায় গোপনে তার বাড়িতে অস্ত্র রেখে দিয়ে পুলিশি হয়রানির মুখে ফেলে ভবেনের ছেলে।
পুলিশের অনুমান, পুরনো সেইসব বিবাদের জেরেই এই খুন।
গুরুতর জখম অবস্থায় ভবেন বৈরাগীকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে কালীরাম ও তিলক বিশ্বাসকে। উদ্ধার হয়েছে রক্তমাখা ভোজালি।
পুলিশ পরিচয় দিয়ে রাতে বাড়িতে ঢুকে খুনে অভিযুক্তকে কুপিয়ে হত্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2016 02:10 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -