বারুইপুর (দক্ষিণ ২৪ পরগনা): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ফ্ল্যাটে ঢুকে এক সাব ইন্সপেক্টরের স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই মহিলা। এলাকায় আতঙ্ক।
থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে ফ্ল্যাট। ফ্ল্যাটে ঢুকে এক সাব ইন্সপেক্টরের স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা! ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর।
বারুইপুর থানার কাছে এই আবাসনের চারতলায় একটি ফ্ল্যাটে স্ত্রী মৌসুমী ও পাঁচ বছরের মেয়ে-কে নিয়ে থাকেন বারুইপুর থানার সাব ইন্সপেক্টর স্বপন বিশ্বাস। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো ররিবার সকালে বাজারে গিয়েছিলেন স্বপন বিশ্বাস। ফিরে এসে দেখেন, ফ্ল্যাটের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর স্ত্রী মৌসুমী।
আশঙ্কাজনক অবস্থায় মৌসুমী বিশ্বাসকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই আবাসনে বারুইপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। দিনে দুপুরে ফ্ল্যাট ঢুকে খোদ পুলিশকর্মীরই স্ত্রীকে খুনের চেষ্টা! তাও আবার থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
ঘটনায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন সাব ইন্সপেক্টর স্বপন বিশ্বাস। ঠিক কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
বারুইপুরে ফ্ল্যাটে ঢুকে পুলিশকর্মীর স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Apr 2016 01:31 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -