রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের খড়গ্রামে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল চারজনের। আজ সকালে ওই ঘটনা ঘটেছে খড়গ্রাম থানার ভালকুন্দি মোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় একটি ডাস্ট বোঝাই ডাম্পার গাড়ি এসে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।
চারজনকে আহত অবস্থায় খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও ২ জনের মৃত্যু হয়।
আশঙ্কাজনক অবস্থায় বাকি দুজনকে পাঠানো হয়েছে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পুলিশ জানিয়েছে মৃতরা হলেন-- প্রকাশ মার্জিত (২৯), উজ্জ্বল সেখ (১৮), আলামিন সেখ (৬৫) ও হেপাজুল সেখ (৬৫)।
এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন। পুলিশ গিয়ে ঘাতক ডাম্পার টিকে আটক করেছে।
তবে, ঘাতক ডাম্পারটির চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজ চলছে।
বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ উল্টোডাঙা ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে। ফ্লাইওভারের পাঁচিলে ধাক্কা মেরে উল্টে গিয়ে আহত হন তিন বাইক আরোহী। বেঙ্গল কেমিক্যালের দিক থেকে লেকটাউনে যাওয়ার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পাঁচিলে ধাক্কা মেরে উল্টে যায় বাইক। হেলমেট না থাকায় তিন বাইক আরোহী জখম হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় লেকটাউন থানার পুলিশ।
গত ১০ তারিখ রাতে বেলেঘাটা জোড়া মন্দিরের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় এক ভ্যান চালকের। রাত ১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শিয়ালদা থেকে ইএম বাইপাসের দিকে যাওয়ার সময় বেপরোয়া গাড়িটি ভ্যানে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যান চালকের। ঘাতক গাড়ির খোঁজ মেলেনি।
ওইদিনই সকালে, কুলটিতে ২ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু হয়। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সরকারি গাড়িকে ধাক্কা মারার পর ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি।
সকাল ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝাড়খণ্ড থেকে কলকাতাগামী গাড়ি বেপরোয়াভাবে বাইক আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। গাড়িচালক-সহ চারজনকে আটক করে পুলিশ।