দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে তরুণীর রহস্যমৃত্যু। বাড়ি লাগোয়া পুকুর থেকে মিলল দেহ।
গভীর রাতে বাড়ি থেকে ১৮ বছরের মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ায় ঘুম উড়েছিল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দা গাজি পরিবারের। খারাপ কিছুর আশঙ্কা করে, রবিবারের রাতটা কোনওরকমে কাটায় পরিবার। কিন্তু ভোরের আলো ফুটতেই সেই আশঙ্কা সত্যি হল। মনিরতটের বাড়ি লাগোয়া একটি পুকুরে উদ্ধার হয় তসলিমা গাজির দেহ।
পুকুরপাড়ে পাকের মধ্যে উপুড় হয়ে পরেছিল দেহ। গলায় ওড়নার ফাঁস। মাথা পাকে গোঁজা। পাশ থেকেই উদ্ধার দুটি মোবাইল ফোন, গুটখার কিছু খালি প্যাকেট।
স্থানীয় বাসিন্দারাই প্রথমে তসলিমার দেহ দেখতে পান।
মৃতের পরিবার সূত্রে খবর, রবিবার পরিবারের সবার সঙ্গে রাতের খাওয়া সারেন তসলিমা। তারপর নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। কিন্তু গভীর রাতে দেখা যায় তসলিমার ঘরের দরজা খোলা। বাড়িতে নেই ১৮ বছরের তরুণী।
এরপরে সোমবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। জয়নগর থানার পুলিশ এলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
পরে তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ থামে।
তসলিমাকে রাতে ফোন করে ডাকা হয় বলে একপ্রকার নিশ্চিত পুলিশ। এরপর তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলেই অনুমান করছেন তদন্তকারীরা। খতিয়ে দেখা হচ্ছে দেহে পাশ থেকে উদ্ধার মোবাইল ফোনের কললিস্ট।
পেশায় জরির কাজ করতেন মৃত এই তরুণী। তাঁর খুনিদের খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।
রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ তরুণী, দেহ মিলল পুকুরে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 May 2017 09:44 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -