নদিয়া: ফের মা-বাবার ওপর অত্যাচারের ঘটনা। এবার ঘটনাস্থল নদিয়ার হরিণঘাটার নোনাঘাটা গ্রাম।
বাবা সুকুমার বিশ্বাসের বয়স ৭০। মা সুমিতা বিশ্বাস ৬৫। এঁদের ওপর অত্যাচার চালায় তাঁদের একমাত্র ছেলে সুরজিত্ বিশ্বাস। বৃদ্ধা মা-বাবকে শুধু মারধর নয় প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। এখন বাড়ি ছেড়ে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন বাবা। আর মুখবুজে অত্যাচার সহ্য করে বাড়িতেই রয়েছেন মা।
অভিযোগ, সম্প্রতি স্ত্রী-সন্তানকে তাড়িয়ে এক বিবাহিত মহিলাকে বাড়িতে আনেন দম্পতির ছেলে সুরজিৎ বিশ্বাস। বৃদ্ধ দম্পতির দাবি, এর প্রতিবাদ করাতেই শুরু হয় অত্যাচার। বাবার যেটুকু সম্পত্তি আছে সেটা লিখে দেওয়ার জন্য চাপ দেয় ছেলে। লিখে দিতে না চাইলে প্রাণে মারার হুমকি দেয়। পেট ভরে খেতেও দেয় না।
বৃদ্ধার অভিযোগ, গায়ে গরম ডাল ফেলে দিয়েছে, পায়ে গরম চা ফেলেছে। যদিও অভিযুক্ত ছেলের প্রতিক্রিয়া মেলেনি। পুলিশের কাছে গিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। তবে এনিয়ে মুখ খুলতে নারাজ জেলা পুলিশ।
কখনও বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ শিক্ষক ছেলের বিরুদ্ধে! কখনও মা-বাবার ওপর অত্যাচারের জেরে আদালতের নির্দেশে বাড়ি থেকে বিতাড়িত ছেলে-বউমা! এবার তালিকায় জুড়ল নদিয়ার ঘটনা।
সম্পত্তির লোভে খুনের হুমকি, মায়ের গায়ে গরম চা ঢালার অভিযোগ ছেলের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Sep 2017 04:30 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -