জয়দীপ হালদার, দক্ষিণ চব্বিশ পরগণা: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল আপ নামখানা লোকাল। রক্ষীবিহীন একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঘটে দুর্ঘটনা। ইমারতি দ্রব্যবোঝাই একটি মোটরভ্যান লেভেল ক্রসিং পার করার সময় রাস্তায় আটকে পড়ে। সেই সময় ট্রেনটি সোজা এসে ধাক্কা মারে মোটর ভ্যানটিতে।


ট্রেনের ধাক্কায় মোটর ভ্যানটি দুটুকরো হয়ে যায়। তীব্র আওয়াজের পর ট্রেন থেকে বেরোতে শুরু করে ধোঁয়া। যার জেরে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ধাক্কায় ভেঙে যায় ট্রেনের ক্যাডেল গার্ড। পরে রেলপুলিশ-কর্মীরা এসে যা কেটে নতুন করে সংযোগস্থাপন করার পর ফের চালু হয় ট্রেন চলাচল। গোটা ঘটনার জেরে চরম ভোগান্তি পোহাতে হয় ট্রেনযাত্রীদের। প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ ছিল নামখানা-লক্ষীকান্তপুর লাইনে ট্রেন চলাচল।


প্রায় সাড়ে চার ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয় নামখানা-লক্ষীকান্তপুর লাইনে। আজ বিকেল ৫.৪৫ নাগাদ কাকদ্বীপ থেকে ছেড়ে ট্রেনটি শিয়ালদহের দিকে যাচ্ছিল। করঞ্জলি ও কুলপি স্টেশনের মাঝে রামকৃষ্ণপুরে রক্ষীহীন লেভেল ক্রসিংয়ে ঘটে দুর্ঘটনা।


বিপদ আশঙ্কা করেই আগে ভাগে এলাকা ছেড়ে পালিয়ে যায় মোটরভ্যানের চালক। রক্ষীবিহীন ক্রসিং পেরোতে গিয়ে রাস্তায় আটকে পড়ে মোটর ভ্যানটি। মোটর ভ্যানটিতে ছিল ইমারতি দ্রব্য। মোটর ভ্যানটি লেভেল ক্রসিংয়ে আটকে যাওয়ায় সরাসরি ট্রেন ধাক্কা মারে। দু-টুকরো হয়ে মোটর ভ্যানটি ছিটকে পড়ে। ট্রেন থেকে ধোঁয়া উঠতে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরপর থেকে ট্রেনটি দাঁড়িয়ে যায়। ঘটনাস্থলে আসে রেলপুলিশ। ফলে হয়রানি হতে হয় ট্রেন যাত্রীদের।