কলকাতা: ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটে কলকাতার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে।
শিলিগুড়িতে সাধারণ ধর্মঘটের সমর্থনে মিছিল থেকে গ্রেফতার মেয়র অশোক ভট্টাচার্য-সহ ২৫ জন। এর আগে শহরের বিভিন্ন এলাকায় পতাকা নিয়ে রাস্তায় নামায় প্রাক্তন বাম সাংসদ, সিটু-র জেলা সভাপতি সমন পাঠক ও সিপিআইএম লিবারেশনের সাধারণ সম্পাদক অভিজিৎ মজুমদার-সহ ১৩ জন ধর্মঘট সমর্থনকারীকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি, শিলিগুড়ি শহরে সরকারি, বেসরকারি বাস ও অটো চলছে। যাত্রী সংখ্যা কম। দোকানপাট, বাজার আংশিক খোলা। গোটা শহরকে মুড়ে ফেলা হয়েছে কড়া পুলিশি নিরাপত্তায়।
মালদা শহরের মনস্কামনা রোডে ডাম্পারে ভাঙচুর চালায় ধর্মঘটীরা। জনজীবন স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় পুলিশ পিকেট রয়েছে। সরকারি বাস চললেও, পুরোপুরি বন্ধ বেসরকারি বাস চলাচল। যাত্রী সংখ্যা কম। খোলা দোকানপাট, বাজার।
উত্তর ২৪ পরগনার বারাসতে সিটিসি বাসচালকদের মাথায় হেলমেট। নিরাপত্তার কারণে হেলমেট পরে বাস চালানোর নির্দেশ দিয়েছে প্রশাসন।
সিউড়িতে ধর্মঘটের সমর্থনে এসইউসিআই-এর মিছিল। বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পরে মিছিলকারীদের গ্রেফতার করে পুলিশ।
রানিগঞ্জের রাজবাড়ি মোড়ে ধর্মঘটীদের মিছিলে তৃণমূলের হামলা। লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূলকর্মীরা।
সাধারণ ধর্মঘটে নদিয়ার রানাঘাটে জনজীবন স্বাভাবিক। সরকারি বাস চললেও, পুরোপুরি বন্ধ বেসরকারি বাস পরিষেবা। ট্রেন চলাচল স্বাভাবিক। কল্যাণী শিল্পাঞ্চলে ধর্মঘটের কোনও প্রভাব পড়েনি। খোলা রয়েছে কারখানা। শ্রমিকদের হাজিরাও স্বাভাবিক।
ধর্মঘটের বিরোধিতায় পুরুলিয়ায় বিভিন্ন এলাকায় বাইক নিয়ে মিছিল করেন তৃণমূলকর্মীরা। দোকানপাট, বাজার খোলা। জনজীবন স্বাভাবিক।
সাধারণ ধর্মঘট রুখতে মুর্শিদাবাদের বহরমপুরে বাঁশ-লাঠি হাতে রাস্তায় নেমেছে আইএনটিটিইউসি সমর্থকরা। বহরমপুর পুরসভায় জোর করে তালা ভেঙে ঢোকে তারা।ভূমি ও ভূমি সংস্কার দফতর এবং আয়কর দফতরে জোর করে ঢুকে পড়ে আইএনটিটিইউসি সমর্থকরা। ধর্মঘটীদের পাল্টা প্রতিরোধ চোখে পড়েনি।
পশ্চিম মেদিনীপুরে ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে। সরকারি, বেসরকারি বাস চললেও, যাত্রীর সংখ্যা কম। বিভিন্ন রাস্তায় রয়েছে পুলিশ পিকেট। রিং রোডে ধর্মঘটের সমর্থনে মিছিল করেন এসইউসিআই-এর কর্মীরা। বাস পরিষেবা স্বাভাবিক রাখতে বিভিন্ন বাসস্ট্যান্ডে তদারকি করছেন স্থানীয় তৃণমূল নেতারা।
ধর্মঘটকে কেন্দ্র করে মধ্যমগ্রামে মিছিল-পাল্টা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা। মধ্যমগ্রাম চৌমাথার কাছে ছিল তৃণমূলের মিছিল। বামেদের মিছিল সেখানে এসে পৌঁছলে, একে অপরকে উদ্দেশ্য করে শুরু হয় কটূক্তি। এর জেরে বচসা, হাতাহাতি বেধে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। দু'পক্ষকে সরিয়ে দেয় তারা।
সাধারণ ধর্মঘটের প্রভাব পড়েনি হলদিয়া শিল্পাঞ্চলে। রাষ্ট্রায়ত্ত কারখানা ও বিভিন্ন বেসরকারি কারখানায় শ্রমিকদের হাজিরা স্বাভাবিক। সরকারি-বেসরকারি বাস চলছে। শিল্পাঞ্চলে ধর্মঘটীদের পিকেটিং বা কোনও মিছিল চোখে পড়েনি। এখনও পর্যন্ত কোথাও কোনও অশান্তির খবর নেই। মোড়ে মোড়ে রয়েছে পুলিশ পিকেট।
সাধারণ ধর্মঘটে অশান্তির মোকাবিলায় হেলমেট পরে বাস চালাচ্ছেন সিএসটিসি-র চালকরা। পূর্ব অভিজ্ঞতা থেকে চালকদের হেলমেট পরে বাস চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।
সাধারণ ধর্মঘটের আংশিক প্রভাব পড়েছে দুর্গাপুর শিল্পাঞ্চলে। কল-কারখানা চালু রয়েছে। শ্রমিকদের উপস্থিতির হার মোটামুটি স্বাভাবিক। খনি অঞ্চলেও উত্পাদন প্রায় স্বাভাবিক। সরকারি বাস চলছে। তুলনায় বেসরকারি বাস অনেকটাই কম।
আসানসোল শিল্পাঞ্চলে সাধারণ ধর্মঘটের আংশিক প্রভাব পড়েছে। মিনিবাস চলছে। যদিও দূরপাল্লার বাস সংখ্যায় অনেক কম। সকালে ধর্মঘটের বিরোধিতায় আসানসোল সিটি বাসস্ট্যান্ড থেকে কর্পোরেশন পর্যন্ত মিছিল করে আইএনটিটিইউসি। পালন করা হয় সিঙ্গুর উত্সব।
হাওড়ার উলুবেড়িয়া শিল্পাঞ্চলে সাধারণ ধর্মঘটের মিশ্র প্রভাব। সকালে কারখানা খোলা থাকলেও, CITU-র সদস্যরা শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেন বলে অভিযোগ। এনিয়ে আইএনটিটিইউসি-র সঙ্গে শুরু হয় বচসা। অশান্তির ছবি ধরা পড়েছে ফুলেশ্বরের কানোরিয়া ও বাউড়িয়ার প্রেমচাঁদ জুটমিলে।
দেশজুড়ে শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটে ব্যারাকপুর শিল্পাঞ্চলে শ্রমিকদের উপস্থিতির হার স্বাভাবিক। অন্যদিনের মতো লোকাল ট্রেনে সকাল থেকে যাত্রীদের ভিড়।
মুর্শিদাবাদের কান্দি ও লালবাগ মহকুমায় ধর্মঘটের আংশিক প্রভাব পড়েছে। সরকারি বাস চললেও, চলছে না বেসরকারি বাস। তবে ট্রেন চলাচল স্বাভাবিক।
ধর্মঘটকে কেন্দ্র করে প্রথম অশান্তির ছবি ধরা পড়ে কোচবিহারে। কোচবিহার থেকে শিলিগুড়িগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে ভাঙচুর চালায় ধর্মঘটীরা। পরে অন্য একটি বাসে রওনা দেন যাত্রীরা। সরকারি বাস টার্মিনাসে বসে গোটা ব্যবস্থা তদারকির দায়িত্বে রয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান, তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। তবে কোচবিহারে বেসরকারি বাস চলছে না।
ধর্মঘটের সমর্থনে মধ্যমগ্রামের হুমাইপুর থেকে বাদু রোড ধরে মধ্যমগ্রাম স্টেশন পর্যন্ত বামেদের মিছিল। মধ্যমগ্রাম স্টেশন থেকে পাল্টা মিছিল তৃণমূলেরও। অশান্তি এড়াতে পুলিশ দু'পক্ষকে আলাদা করে দেয়।
ট্রেড ইউনিয়নগুলির ধর্মঘটে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত অশান্তি
ABP Ananda, web desk
Updated at:
02 Sep 2016 04:46 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -