দার্জিলিং: দার্জিলিংয়ে নেতাজির জন্মজয়ন্তী পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান আয়োজন করে রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর। সেখান থেকেই  মুখ্যমন্ত্রীর বার্তা পাহাড়কে বাদ দিয়ে বাংলা সম্পূর্ণ নয়, তাই পাহাড়ের উন্নয়ন তাঁর সবসময়ের লক্ষ্য।

নেতাজি কোনও দিনই বিভেদের রাজনীতি করেননি, তাই তিনি ছিলেন দেশের আসল নেতা, মত মমতার। মুখ্যমন্ত্রীর মতে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের মতোই গুরুত্বপূর্ণ নেতাজির জন্মদিন।

নেতাজিই বানিয়েছিলেন যোজনা আয়োগ। দেশের জন্য নেতাজির চিন্তা-ধারা স্বচ্ছ ছিল, সূর্যের মতো উজ্জবল ছিল, দাবি মুখ্যমন্ত্রীর।  নেতাজির ভাবনার ফসল যোজনা কমিশন।

নেতাজির শরীর খারাপের সময় তাঁকে পাহাড়ে নিয়ে আসা হয়েছিল। যে বাড়িতে তিনি ছিলেন সেই বাড়ি সংস্কারের জন্য  দশ লক্ষ টাকা দিচ্ছে রাজ্য সরকার, নেতাজির জন্মদিনে ঘোষণা মুখ্যমন্ত্রীর।