কলকাতা: শিক্ষিকার পরিবার থেকে ভিখিরি, ভবঘুরে...গণপিটুনির হাত থেকে বাদ যাচ্ছেন না কেউই!স্রেফ সন্দেহের বশে, জেলায় জেলায় চলছে গণধোলাই...ঘটছে মৃত্যুও!
বাংলাজুড়ে ছড়িয়ে পড়া এই গুজব-সংক্রমণ ঠেকাতে এবার নড়েচড়ে বসল রাজ্য পুলিশের শীর্ষ নেতৃত্ব! যারা ইন্ধন দিচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার বার্তা দেওয়া হয়েছে।
রাজ্য পুলিশের ডিজি সুরজিত করপুরকায়স্থ বলেছেন, । গুজবে কান দেবেন না।
সূত্রের খবর, সোমবার, ভবানী ভবনে এডিজি (আইনশৃঙ্খলা) ও কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে গোটা বিষয় নিয়ে আলোচনা করেন রাজ্য পুলিশের ডিজি। কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে, পুলিশকর্তারা এদিন দাবি করছেন, পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে...লক্ষ্য, রাজ্যে অস্থিরতা তৈরি করা।
ডিজি বলেছেন, ইচ্ছাকৃতভাবে গুজব রটানো হচ্ছে। গুজবের ওপর ভিত্তি করে অসামাজিক কাজ করছে। নিরপরাধ লোকজনকে মারধর করা হচ্ছে। যারা এতে ইন্ধন দিচ্ছে, আমরা তাদের ওপর নজর রাখছি। কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই আমরা ২৫জনকে গ্রেফতার করেছি।
গুজব বন্ধে পুলিশকর্তারা যেদিন সাংবাদিক বৈঠক করছেন, সেদিই একই রকম ঘটনার ছায়া দেখা গিয়েছে উত্তর ২৪ পরগনার জগদ্দলে!
সোমবার রামনগর কলোনি থেকে বছর চল্লিশের এক ব্যক্তিকে জখম অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। পরে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে মৃত্যু হয়। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ওই ভবঘুরে ব্যক্তি গত কাল রাতে একটি বাড়ির শৌচাগারে ঢুকে গিয়েছিল। চোর সন্দেহে তাকে গণধোলাই দেওয়া হয়েছে।
যদিও পুলিশ অবশ্য গণপিটুনির তত্ত্ব মানতে নারাজ। তাদের দাবি, ওই ব্যক্তির শরীরের আঘাত অনেক পুরনো। উনি অসুস্থ হয়ে রাস্তায় পড়েছিলেন।
গুজবের শুরুটা হয়েছিল নদিয়া দিয়ে। তারপর গুজব-সংক্রমণ ছড়িয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়... গুজবের বিষ গ্রাস করেছে হুগলি, বর্ধমানকেও!
মিথ্যে, বিভ্রান্তিমূলক প্রচার ছড়ানোর কাজে, জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং সাইটগুলিকেই সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে!
রবিবার, উত্তর ২৪ পরগনার অশোকনগরে যে স্কুলছাত্রকে গ্রেফতার করা হয়েছিল, তার হোয়াটস অ্যাপ চ্যাট থেকে পাওয়া গিয়েছে, মারাত্মক তথ্য!
যেখানে, রটানো হয়েছে জঙ্গি অনুপ্রবেশের কথা....
ভিখিরি ভবঘুরেদের সম্পর্কে রটানো হচ্ছে বিভ্রান্তিমূলক প্রচার...
চেষ্টা হচ্ছে মহিলাদের মধ্যে আতঙ্ক ছড়ানোর!
সোশাল মিডিয়ার মাধ্যমেই সরাসরি দেওয়া হচ্ছে গণপিটুনির প্ররোচনা!
এই সব অপরাধ যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, এদিন সাংবাদিক বৈঠক করে সেটাই স্পষ্ট করে জানিয়ে দিল পুলিশ।
ডাকাতি, ছেলেধরা, শ্লীলতাহানির নামে গুজব রটানো হচ্ছে, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি রাজ্য পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jan 2017 07:45 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -