মৃত ঘোষণা হাসপাতালের, কাপড় সরাতেই নড়ে উঠল সদ্যোজাত!
ABP Ananda, web desk
Updated at:
29 Aug 2016 05:55 PM (IST)
NEXT
PREV
শিলিগুড়ি: ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের পরিষেবা। এবার জীবিত শিশুকে মৃত ঘোষণা করে দিল শিলিগুড়ি জেলা হাসপাতাল। শিলিগুড়ির আশিঘরের বাসিন্দা অন্তঃসত্ত্বা ডলি বিশ্বাস গতকাল হাসপাতালে ভর্তি হন। তিনি পুত্রসন্তান প্রসব করেন। পরিবারের দাবি, এক নার্স তাঁদের এসে জানান, সদ্যোজাত শিশুটির মৃত্যু হয়েছে। এই মর্মে একটি সার্টিফিকেট দিয়ে তিনি শিশুটিকে পরিবারের হাতে তুলেও দেন। কিন্তু, কাপড় সরাতেই দেখা যায় শিশুটি বেঁচে রয়েছে। এরপরই পরিবারের লোকেরা ফের হাসপাতালে ছুটে যান। শিশুটিকে আইসিইউ-তে ভর্তি করা হয়। পরিবারের আরও অভিযোগ, প্রসবের সময় কোনও চিকিৎসক সেখানে উপস্থিত ছিলেন না। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -