পূর্ব বর্ধমান: প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন চাঁদু শেখ ও নসিফা সরকার। তখনই ঠিক করেন, বিয়ে করবেন। অবশেষে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন দু’জনে।
কিন্তু তারপরই আশঙ্কার কালো মেঘে ঢেকে গিয়েছে নতুন জীবনের স্বপ্ন। অভিযোগ, মেয়ের বাড়ির হুমকিতে ঘরছাড়া নবদম্পতি। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ঘটনা। বিয়ের পর মধুচন্দ্রিমা দূরে থাক, এখন পালিয়ে বাঁচতে হচ্ছে চাঁদু ও নসিফাকে। কখনও হোটল, কখনও আত্মীয়দের বাড়িতে কাটছে দিন।
বধূর পরিবারের অভিযোগ চাঁদু শেখের বিরুদ্ধে। নসিফার দাদা বলেন, ছেলেটা ভাল নয়। সেইকারণে মেয়েকে ফিরিয়ে আনতে চাই। ছেলের শ্বশুরের ক্রমাগত হুমকিতে আতঙ্কিত পরিবারের লোকজন। পূর্ব বর্ধমানের এসপি-র কাছে এবিষয়ে সহায্য চেয়ে আবেদন করেছেন তাঁরা। পাশাপাশি কালনা মহকুমা আদালতে সাহায্যের আবেদন করেছেন নব দম্পতি।
মাসখানেক আগে সিউড়িতে বিবাহ বিচ্ছেদের মামলা করা নব দম্পতির ঝামেলা মেটানোর ক্ষেত্রে বড় ভূমিকা নেন বিচারক। নিজের পকেটের টাকা দিয়ে হোটেলে রাখেন দু’জনকে। দুই পরিবারকে বুঝিয়ে ফের দম্পতিকে শ্বশুরবাড়িতে পাঠান তিনি। এ ক্ষেত্রেও বিচারক সেরকমই কিছু করবেন বলে আশায় পূর্ব বর্ধমানের দম্পতি।