দার্জিলিং দূষণ মামলা ইস্টার্ন বেঞ্চে পাঠাল গ্রিন ট্রাইবুন্যাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Mar 2017 03:20 PM (IST)
নয়াদিল্লি: শৈলসুন্দরী দার্জিলিংয়ে যথেচ্ছ আবর্জনা জমা করা নিয়ে একটি মামলা ইস্টার্ন জোনাল বেঞ্চে পাঠাল ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যাল। মহানন্দা নদী দূষণ সংক্রান্ত একটি মামলাও ওই বেঞ্চে পাঠিয়েছে তারা। এনজিটি চেয়ারপার্সন বিচারপতি স্বতন্ত্র কুমারের নেতৃত্বে একটি বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আইনজীবীরা জানান, শিলিগুড়ির মহানন্দা নদী দূষণ সংক্রান্ত এমনই একটি মামলার শুনানি চলছে কলকাতার ইস্টার্ন জোনাল বেঞ্চে। এরপরই দার্জিলিং সংক্রান্ত মামলাটিও ওই বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। দার্জিলিংয়ে আবর্জনা ও মহানন্দা দূষণ ইস্যুতে সুয়ো মোটো বা স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নিয়ে এনজিটি রাজ্য সরকার, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, শিলিগুড়ি পুর নিগম ও নিগমের ডেপুটি কমিশনারের উদ্দেশে নোটিশ জারি করে। তাতে বলা হয়, যেভাবে শিলিগুড়িতে মহানন্দা নদীকে দূষিত করা হচ্ছে ও দার্জিলিং জুড়ে পুরসভার কঠিন বর্জ্য এনে জমা করা হচ্ছে তা অত্যন্ত উদ্বেগের। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো সত্ত্বেও তারা কোনও ব্যবস্থা নেয়নি বলে এনজিটি অভিযোগ করে।