মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: গ্রামের শ্মশানে কোভিডের মৃতদেহ সৎকার করা হয়,অথচ শ্মশানের পাশেই থাকা বীরভানপুর গ্রামের প্রায় ২০০০ জন বাসিন্দার কেউ ভ্যাকসিন পাননি। শনিবার প্রতিবাদে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বেশকিছুক্ষণ পথ অবরোধও করেন এদিন। গ্রামবাসীদের অভিযোগ, ৭ জুন দুর্গাপুর নগর নিগম ও মহকুমা শাসককে চিঠি দিয়ে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে আর্জি জানানো হয়েছিল।


কিন্তু তাতেও কাজ হয়নি,বরং উল্টে এই ভ্যাকসিন পেতে গিয়ে কার্যত নাজেহাল হতে হয়েছে গ্রামবাসীদের। একাধিক নেতা-আমলার দ্বারস্থ হয়েও কোনও কাজ হয়নি বলে জানাচ্ছেন তাঁরা।
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, বাড়ির কাছের স্বাস্থ্যকেন্দ্র প্রায় এক বছর ধরে বন্ধ হয়েই পড়ে রয়েছে। সবমিলিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। 


শনিবার ভ্যাকসিনের দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তা অবরোধ করেন বীরভানপুর গ্রামের মানুষ। দাবি, 'আমরা ভ্যাকসিন চাই, ভ্যাকসিন দাও, WE NEED VACINE'। এরপরেও যদি ভ্যাকসিন না মেলে তাহলে গ্রামবাসীরা আরও বড় আন্দোলনের পথে নামবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন।


এদিন বীরভানপুর তেতুল বাগান মোড়ে ভ্যাকসিনের দাবিতে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের জেরে যানজট তৈরি হয় দুর্গাপুর ব্যারেজ যাওয়ার রাস্তায়। প্রায় পঁচিশ মিনিট পর মানুষের অসুবিধের কথা মাথায় রেখে আন্দোলন প্রত্যাহার করে নেন গ্রামবাসীরা। যদিও প্রশাসনের তরফে কোনও আশ্বাস মেলেনি বলেই দাবি তাঁদের।