উত্তর ২৪ পরগনা: করোনা আবহে লকডাউনের জেরে কাজ হারিয়েছেন অসংখ্য মানুষ। এরইমধ্যে বন্ধ হয়ে গেল রাজ্যের আরও এক কারখানা। এবার উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলাল কর্তৃপক্ষ। কর্মহীন হয়ে পড়লেন প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক।
প্রতিবাদে জুটমিলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, তাঁদের না জানিয়েই মিল বন্ধ করা হয়েছে। তাঁদের প্রশ্ন, এখন আমরা কী করব, কোথায় যাব?
অবিলম্বে জুটমিল খোলা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুমকি দিয়েছে মিল শ্রমিক সংগঠন।
বেঙ্গল জুট সার্ভিসম্যান জেনারেল সেক্রেটারি সুনীল বর্মা বলেছেন, শ্রমিক ইউনিউনের তরফে আমরা চাই, যেভাবে জুটমিল খোলা ছিল তেমনই থাকুক। এভাবে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে মিল বন্ধ করা যায় না। এই নোটিস প্রত্যাহার না করলে ভবিষ্যতে আমরা বড়সড় আন্দোলনে যাব।
শেষমেশ ভাটপাড়া থানার পুলিশ অবরোধ তুলে দেয়। জুটমিল বন্ধ নিয়ে সরাসরি মুখ খোলেনি কর্তৃপক্ষ।
তবে, সাসপেনশন অফ ওয়ার্কের নোটিসে জানানো হয়েছে, উত্পাুদন ঠিকমতো না হওয়ায়, লোকসানের মুখে পড়েছে কারখানা।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
এবার বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুটমিল, প্রতিবাদে পথ অবরোধ, কর্মহীন সাড়ে তিন হাজার শ্রমিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Nov 2020 06:43 PM (IST)
করোনা আবহে লকডাউনের জেরে কাজ হারিয়েছেন অসংখ্য মানুষ। এরইমধ্যে বন্ধ হয়ে গেল রাজ্যের আরও এক কারখানা। এবার উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলাল কর্তৃপক্ষ। কর্মহীন হয়ে পড়লেন প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -