সমীরণ পাল, ভাটপাড়া: উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় সাংসদ অর্জুন সিংহ ঘনিষ্ঠ এক বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 


ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেতা। হামলার অভিযোগ অস্বীকার করে বিজেপির গোষ্ঠীকোন্দলকে দায়ী করেছে তৃণমূল।


টুকরো টুকরো হয়ে মেঝেয় ছড়িয়ে রয়েছে বেসিনের ভাঙা অংশ। ভেঙে দেওয়া হয়েছে কংক্রিটের জাফরি। মোটরবাইকের হেডলাইট গায়েব। ভেঙে দেওয়া হয়েছে ইন্ডিকেটর।


ডাঁই হয়ে পড়ে রয়েছে প্লাস্টিকের ভাঙা চেয়ার।  বেঁকে গিয়েছে বাথরুমের ফাইবারের দরজা। ঘর জুড়ে যেন তাণ্ডবের চিহ্ন। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার মাদ্রালে এক বিজেপি নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 


বিজেপি জগদ্দল দু নম্বর মণ্ডলের সহ সভাপতি গৌরাঙ্গ সরকার বলেন, এই যে এখানে আয়ুর্বেদিক কলেজের ডাক্তারবাবুরা ভাড়া থাকেন, ওদেরকে মেরেছে। বেসিন ভেঙে দিয়েছে। রান্নাঘরের খাবার-টাবার ছুড়ে ফেলে দিয়েছে। মোবাইল চুরি করে নিয়ে গিয়েছে ওই তৃণমূলের গুন্ডারা।


স্থানীয় সূত্রে খবর, যে বিজেপি নেতার বাড়িতে হামলা হয়েছে এলাকায় বিজেপি সাংসদ অর্জুন সিংহের ঘনিষ্ঠ হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। বিজেপি নেতার অভিযোগ, সোমবার রাতে ২০ থেকে ২৫ জনের একটি দুষ্কৃতী দল তাঁর বাড়িতে হামলা চালায়। 


গৌরাঙ্গ সরকার বলেন, ২ তারিখ ভাঙচুর হয়েছে। ৫ তারিখ ভাঙচুর হয়েছে। এক তারিখে বম্বিং হয়েছে। গতকাল আমার বাইক ভেঙেছে। দোতলার উঠে বাথরুমের দরজা ভেঙেছে। মানিব্যাগে ৩৫ হাজার টাকা ছিল। সেগুলো নিয়ে চলে গিয়েছে। কারণটা আমি বিজেপি করি। বলছে, তোর বিজেপি করা দেখাচ্ছি।


পাল্টা ভাটপাড়া পুরসভার তৃণমূল কো-অর্ডিনেটর দেবপ্রসাদ সরকার বলেন, বিজেপির ৩টে গ্রুপ আছে এখানে। হয়তো তারই ফল। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, দায়িত্ব নিয়ে বলতে পারি।


অশান্তি এড়াতে মাদ্রালে বিজেপি নেতার বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে।