সমীরণ পাল, হাবড়া: একুশে জুলাইয়ের আগের রাতে, উত্তর ২৪ পরগনার হাবড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল ‘গুলি’। অল্পের জন্য রক্ষা পেলেন ওই তৃণমূল নেতা। পুলিশ সূত্রে খবর, একুশে জুলাই শহিদ দিবসের প্রস্তুতি হিসেবে গতকাল রাত ৮টা নাগাদ হাবড়া হাট এলাকায় দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন তৃণমূল নেতা রাজীব সরকার। অভিযোগ, সেই সময় এক দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে ‘গুলি’ চালায়। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় ‘গুলি’। ঘটনায় তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ওই ঘটনা ঘটেছে।
হাবড়া পুরসভার ৩ নং ওয়ার্ডের তৃণমূল নেতা রাজীব সরকার। জানা গিয়েছে, একুশে জুলাই উপলক্ষ্যে গতকাল রাতে তৃণমূল কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন রাজীব সরকার। তৃণমূল নেতার দাবি, সেই সময় বিজেপি সমর্থক কয়েকজন মহিলা তৃণমূলে যোগ দেওয়ার জন্য সেখানে উপস্থিত হন। অভিযোগ, সেই সময় এক দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে ‘গুলি’ চালায়। কিন্তু একটুর জন্য বেঁচে যান তিনি। লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। তৃণমূল নেতার অভিযোগ বিজেপি হামলা চালিয়েছে। যদিও রাজীব সরকারের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি বিপ্লব হালদার বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।
আজ তৃণমূলের ২১শে জুলাইয়ের শহিদ দিবস। করোনা পরিস্থিতিতে এবারও ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় স্তরে তাঁর বার্তা পৌঁছে দিতে নানা উদ্যোগ নিয়েছে তৃণমূল। তা নিয়েই গতকাল বৈঠক করছিলেন রাজীব সরকার। এদিকে আজ একুশে জুলাই শহিদ দিবসে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় গঙ্গার ঘাটে শহিদদের উদ্দেশে তর্পণ করলেন তৃণমূলের নেতা-কর্মীরা। আজ সকালে বলরাম সরকার ঘাটে ভাটপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের তরফে তর্পণের আয়োজন করা হয়। উত্তর ২৪ পরগনার বারাসতের চাঁপাডালি মোড়েও চলছে তৃণমূলের শহিদ দিবস পালনের প্রস্তুতি। তৃণমূলনেত্রীর ভার্চুয়াল ভাষণ শোনার জন্য বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন।