কলকাতা: তীব্র গরমে যখন পুড়ছে কলকাতা, তখন জেলায় জেলায় উষ্ণতাকে উড়িয়ে নিয়ে গেল হঠাত্‍ আসা ঝড়। ঝড়ের পর হল হালকা বৃষ্টি। কোথাও কোথাও শিলাবৃষ্টি। স্বস্তির নিঃশ্বাস ফেলল মানুষ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।
কোথাও কোথাও ঝড়ের পর বৃষ্টি। কোথাও শিলাবৃষ্টি। দুপুর সাড়ে তিনটে নাগাদ হঠাত্‍ই ঝড় ওঠে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বর্ধমানের কাটোয়ায় ভেঙে পড়ে গাছ। বিপর্যস্ত হয় বিদ্যুত পরিষেবা।
ঝড়ের পর ব্যাপক শিলাবৃষ্টি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। বৃষ্টি হয়েছে রামনগরেও। জেলাজুড়ে ঝড় নদিয়ায়। বৃষ্টি রাণাঘাট, কল্যাণী সহ বিভিন্ন জায়গায়। বগুলায় শিলাবৃষ্টি।
দুপুরের আকাশ কালো করে ঝড় ওঠে বীরভূমেও। দমকা হাওয়ায় উড়ে যায় উষ্ণতা।
বৃষ্টি হয়েছে সাঁইথিয়া, লাভপুর সহ বিভিন্ন জায়গায়। বৃষ্টিতে ভিজেছে নানুরও। স্বস্তির নিঃশ্বাস মানুষের।
কবে এমন ঝড় উঠবে কলকাতায়? কবে শীতল হবে এই শহর? এখনই কোনও আশার আলো দেখাতে পারছেন না আবহবিদরা। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কমবে তাপমাত্রা। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে অস্বস্তি।