কলকাতা: বিধানসভারপাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসির চেয়ারম্যান পদে নিয়ে টালমাটাল কংগ্রেস।এই পদে মানস ভুঁইয়ার থাকা না থাকা নিয়ে শনিবার বিধানভবনে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে সম্ভবত থাকছেন না মানস ভুঁইয়া। সূত্রের খবর, ওই দিন তিনি বারাণসীতে পুজো দিতে যাচ্ছেন।
পরিষদীয় দলের বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে বুধবার মানসকে ফোন করেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি দেবব্রত বসু। মানস ভুঁইয়া তাঁকে জানিয়েছেন, শনিবারের বৈঠকে যোগ দেওয়া অনিশ্চিত। কারণ, অনেক আগে থেকেই ওই দিন ব্যক্তিগত কাজে রাজ্যের বাইরে যাওয়ার কথা ঠিক হয়ে আছে।
কংগ্রেসের একাংশের মতে, ব্যক্তিগত কাজের দোহাই দিয়ে আসলে মানস ভুঁইয়া পরিষদীয় দলের বৈঠক এড়াতে চাইছেন। যার জেরে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারেন তিনি। সূত্রের খবর, মানস ভুঁইয়া, শনিবারের বৈঠক উপস্থিত না থাকলে সেক্ষেত্রে একতরফা ভাবেই, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে মানসের ইস্তফা দেওয়ার পক্ষে প্রস্তাব পাস হতে পারে। তারপরে, এই সংক্রান্ত চিঠি পাঠিয়ে দেওয়া হবে সবংয়ের বিধায়ককে। মানস ভুঁইয়া পরিষদীয় দলের সিদ্ধান্ত না মানলে সেক্ষেত্রে, তাঁকে দল থেকে সাসপেন্ডের সুপারিশ করা হতে পারে কংগ্রেস হাইকম্যান্ডের কাছে।
এ বিষয়ে সরাসরি মুখ না খুললেও, মানস এ দিন ফের জানিয়েছেন,তিনি এখনও পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদেই রয়েছেন।
এ বিষয়ে কংগ্রেসের পরিষদীয় দলনেতা আব্দুল মান্নানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সনিয়া গাঁধীর নির্দেশেই পিএসির চেয়ারম্যান পদটি বামেদের ছাড়া হয়েছিল।
ঘনিষ্ঠ মহলে মানসের আক্ষেপ,পিএসির চেয়ারম্যান কে হবেন, এরকম একটি বিষয় নিয়ে হাইকম্যান্ডের কাছে যেতে হল কেন!
সবমিলিয়ে, পিএসির চেয়ারম্যান পদকে ঘিরে মান্নান-মানস সংঘাতের চোরাস্রোত অব্যাহত।
পিএসি চেয়ারম্যান পদ নিয়ে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক এড়াচ্ছেন মানস?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jul 2016 02:54 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -