কলকাতা: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি ও বামেরা। এই প্রেক্ষাপটে বিরোধী শিবিরকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিজেপির সঙ্গেই ঘর করছে সিপিএম। বলেন, বিজেপিকে শত্রু বলেও একসঙ্গে ঘর করছে সিপিএম। কংগ্রেস-সিপিএম-বিজেপি একজোট। ৭৪ হাজার মনোনয়ন দাখিল করেছে বিরোধীরা।
মনোনয়নকে ঘিরে রাজ্যের দিকে দিকে সন্ত্রাস চালাচ্ছে শাসক দল বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। তৃণমূলনেত্রীর প্রশ্ন, ৫৮ হাজার বুথ, অশান্তির ঘটনা কটা জায়গায় ঘটেছে? মাত্র ৭টি। মমতার দাবি, বিরোধীরা কুৎসা, অপপ্রচার করছে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা আগে অনেক অত্যাচার দেখেছি।
মুখ্যমন্ত্রী পাল্টা দাবি, তৃণমূলের ওপরই বেশি হামলা হয়েছে। বলেন, উত্তর দিনাজপুরে তৃণমূলের দলীয় অফিসে হামলা হয়েছে। বীরভূমে দুটি ঘটনা ঘটেছে, মুর্শিদাবাদ, মালদায় একটি ঘটনা ঘটেছে। সন্দেশখালিতে আমাদের কর্মী গুলিবিদ্ধ।
মনোনয়ন না জমা করতে পারার জন্য বিরোধীদের কর্মী না থাকাকেই দায়ী করেছেন মমতা। বলেছেন, বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি, কারণ তাদের লোক নেই। কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই না করে, বিজেপির সঙ্গে জোট বেঁধেছে। এসইউসি-র তরুণ মণ্ডলের গাড়ি করে প্রেস ক্লাবে গিয়েছিলেন বিদ্বজ্জনেরা। মমতা আরও বলেন, আমরা দিল্লিতে যা বলি, রাজ্যেও তাই বলি। সিপিএমের হার্মাদরা বিজেপির প্রার্থী হচ্ছে। বিরোধীদের স্বার্থপরতার রাজনীতি।
মনোনয়নে হিংসার অভিযোগে আগামী শুক্রবার ৬ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিপিএম। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এদিন সেই ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রতিক্রিয়ায় মমতা জানিয়ে দেন, রাজ্যে কোনও বন্ধ হবে না।
পঞ্চায়েত ভোট: রাজ্যে কোনও বন্ধ হবে না, বিজেপির সঙ্গেই ঘর করছে সিপিএম, কটাক্ষ মমতার
Web Desk, ABP Ananda
Updated at:
11 Apr 2018 08:11 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -