পঞ্চায়েতে ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ জয়ের রেকর্ড রাজ্যের
Web Desk, ABP Ananda | 16 Apr 2018 08:53 PM (IST)
কলকাতা: পঞ্চায়েতে ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ জয়ে রেকর্ড গড়ল রাজ্য। মনোনয়ন প্রত্যাহারের আগেই জয়ের রেকর্ড। গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৪৮ হাজার ৬৫০। এর মধ্যে ১৩,২০০ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে প্রার্থীরা। পঞ্চায়েত সমিতির মোট আসন ৯,২১৭। এর মধ্যে ২৩০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে প্রার্থীরা। আবার, জেলা পরিষদে মোট আসন ৮২৫। এর মধ্যে ১৩০টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন প্রার্থীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের প্রায় সবই তৃণমূল কংগ্রেসের। ২০১৩-র পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন ৬২৭৪।