কলকাতা: নবমীর সন্ধেতেও শহরে বিক্ষিপ্ত বৃষ্টি। উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল।
দেবীর বিদায় লগ্ন আসন্ন....কিন্তু, বাধ মানছে না বৃষ্টিরূপী অসুর।
মহানবমীতেও কয়েক পশলায় ভিজল নগর-গ্রাম।
বৃষ্টি পড়ছে পড়ুক...তাকে কীই বা আসে যায়...মাথার ওপর রয়েছে ছাতা...আর সবার মাথায় দুর্গতিনাশিনী...তাঁরই ভরসায় ছাতা মাথায় কাদামাখা পথে মানুষের স্রোত।
কেতাদুরস্ত পোশাকের সঙ্গে হাতে ছাতা নিয়েই এ মণ্ডপ, সে মণ্ডপ ঘুরে দেবীদর্শন...
পুজোর দিনগুলোতে বৃষ্টি যে চলবে, সে পূর্বাভাস অবশ্য আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস ,আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
রাত ফুরোলেই বাতাস হয়ে উঠবে ভারী...বিদায়ের সুর ছড়াবে সানাই...উৎসব-বেলায় শরত আকাশে কালো মেঘের আনাগোনায় অনেকেই প্রমাদ গণেছিলেন। ভেবেছিলেন, পুজো শেষের আগেই কি শেষ হয়ে যাবে উৎসবের আনন্দ!!
নাছোড়বান্দা বাঙালি অবশ্য পুজোর আনন্দ মাটি হতে দিতে নারাজ। হোক বৃষ্টি। তবু প্যান্ডেল হপিং মাস্ট। পোশাকে কাদার ছিটে লাগে তো লাগুক, দেবী দর্শন চাইই চাই।
তাই বৃষ্টি উপেক্ষা করেই জমজমাট নবমীর রাত! বৃষ্টিরূপী অসুর নয়, জয় হল উৎসাহের।
নবমী নিশিতে বৃষ্টি উপেক্ষা করেই রাজপথে মানুষের ঢল
ABP Ananda, web desk
Updated at:
10 Oct 2016 07:19 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -