কলকাতা: বিজেপির সভা থেকে ক্লাবের পুজোর প্রসঙ্গ টেনে তৃণমূলের মহাসচিবকে আক্রমণ মুকুল রায়ের। তুললেন সারদার প্রসঙ্গও।
ধর্মতলায় বিজেপির সভা থেকে মুকুল অভিযোগ করেছেন, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা উদয়ণ সঙ্ঘের পুজোয় চিটফান্ড কোম্পানিগুলি পৃষ্ঠপোষণা করেছে। ওই কোম্পানিগুলিকে কর্পোরেট পার্টনারের তকমা দেওয়া হয়েছে।
মুকুলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, ক্লাবের কথা ক্লাব বলবে। শুরু থেকে বলে আসছি, তদন্ত হোক। কাঁচরাপাড়ায় কালীপুজো কীকরে হয়, তারও তদন্ত হোক।
বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের কথা বলতে গিয়ে শুক্রবার মুকুল রায়ের মুখে উঠে এসেছে সারদার প্রসঙ্গও। ডেলোর মিটিংয়ের প্রসঙ্গও তুলেছেন মুকুল।
পাল্টা পার্থ বলেছেন, কে নিজাম প্যালেস থেকে সাহায্য করেছে সবাই জানে।
গতবার পঞ্চায়েত ভোটের আগে বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের কাণ্ড নিয়ে সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। পাঁচ বছর পর ফের এক পঞ্চায়েত ভোটের চৌকাঠে দাঁড়িয়ে রাজ্য। আর যুযুধান দু’পক্ষের তরজায় আবারও উঠে আসছে বেআইনি আর্থিক প্রতিষ্ঠানগুলির কাণ্ড কারখানা।
ক্লাবের পুজোর প্রসঙ্গ টেনে আক্রমণ মুকুলের, পাল্টা জবাব পার্থর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Nov 2017 08:39 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -