মধ্যমগ্রাম:  উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে সন্তান না হওয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। মৃতার নাম মৌসুমী দাস।

বছর সাতেক আগে বাপি দাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। বাপের বাড়ির আত্মীয়দের অভিযোগ, সন্তান না হওয়ায় সম্প্রতি মৌসুমীকে দেওরের সঙ্গে সম্পর্ক তৈরির জন্য শ্বশুরবাড়ির সদস্যরা চাপ দেন। বৃহস্পতিবার শ্বশুরবাড়ি থেকে ফোন করে মৌসুমী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলে জানানো হয়। এর পরই মধ্যমগ্রাম থানায় খুন ও বধূ নির্যাতনের অভিযোগ করে মৌসুমীর পরিবার। ঘটনায় স্বামী-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।